Tag Archives: Triple Talaq

Triple Talaq: যৌতুক না দেওয়ায় স্ত্রীর উপর নির্যাতন, হোয়াটসঅ্যাপে তিন তালাক স্বামীর, দায়ের অভিযোগ

এই দিনকাল: পণের দাবিতে স্ত্রীর উপর চলত শারীরিক ও মানসিক নির্যাতন। আর শ্বশুরবাড়ি থেকে তা না দেওয়ায় শেষমেশ গুণধর স্বামী তিন তালাক (Triple Talaq) দিলেন স্ত্রীকে। তাও আবার হোয়াটসঅ্যাপে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের উদুপিতে। ইতিমধ্যে ওই মহিলা বিষয়টি জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, অভিযোগকারী মহিলা কাউপ তালুকের থেনকা গ্রামের বাসিন্দা। ২৮ বছর বয়স তাঁর।পাদুবিদ্রি পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই মহিলা উল্লেখ করেছেন, গত বছর অর্থাৎ ২০২৪ সালের ২১ অক্টোবর কাউপ তালুকের কোপ্পালঙ্গাড়ি কমিউনিটি হলে মুবীন শেখের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় পাত্র পক্ষের পরিবার বিশাল অঙ্কের টাকার পণ দাবি করে। অভিযোগ, সেই দাবির প্রেক্ষিতে ১০০ গ্রাম সোনার গয়না এবং নগদ ২০ লক্ষ টাকা যৌতুক হিসেবে দিয়েছিল ওই মহিলার পরিবার। মহিলার অভিযোগ, বিয়ের পর ইয়েরমালে তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন। মাত্র মাস খানেক তাঁর স্বামী তাঁর সঙ্গে ভাল আচরণ করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে খারাপ আচরণ শুরু করেন অভিযুক্ত। শুধু তাই নয় অভিযুক্তের পরিবারের সদস্যরাও ওই মহিলাকে মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু করে। 

বিয়ের পর একদিন মেয়ের শ্বশুরবাড়িতে যান তাঁর বাবা। অভিযোগ, সেখানে তাঁর ননদ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বাবাকে। এমন আচরণ নিয়ে প্রশ্ন তোলা হলে, অভিযোগকারিণীকে মারধর করা হয়। অভিযোগ পত্রে ওই মহিলা আরও লিখেছেন, ২০২৪ সালের ১২ ডিসেম্বর তাঁর স্বামী বিদেশে চলে যান। এর পর শ্বশুরবাড়ির লোকজন আরও সোনা ও টাকা দাবি করতে শুরু করে। এমনকি হুমকি দেওয়া হয়, বাড়িতে থাকতে গেলে তাকে অতিরিক্ত যৌতুক আনতে হবে। অভিযোগ তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। তার মাঝে গত ১৫ জুলাই তাঁর স্বামী তাঁকে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে তিন তালাক দেন। অভিযোগ পাওয়ার পর পাদুবিদ্রি থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৮৫, ১১৫(২), ৩৫২, ৩৫১(৩)-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে।