এই দিনকাল: আত্মঘাতী বিস্ফোরণে (Suicide Blast) কেঁপে উঠল পাকিস্তানের ইসলামাবাদ। প্রাণঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। জখম হয়েছেন ২৫ জনের বেশি। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে ইসলামাবাদে আদালত চত্বরে পার্ক করা একটি গাড়িতে শক্তিশালী এই বিস্ফোরণ ঘটে। আহত এবং নিহতদের মধ্যে বেশিরভাগই আইনজীবী বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, আর পাঁচটা দিনের মত মঙ্গলবার দুপুরেও ব্যস্ততা ছিল ইসলামাবাদ জেলা আদালত চত্বরে। দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের প্রবেশপথের কাছে পার্ক করা একটি গাড়ির ভিতরে এই বিস্ফোরণ ঘটে। তদন্তকারীদের অনুমান এটি আত্মঘাতী বিস্ফোরণ। বিকট শব্দে বিস্ফোরণের পর ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ছয় কিলোমিটার দূর পর্যন্ত তার আওয়াজ শোনা গেছে।
এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই হামলার পর দেশ ‘যুদ্ধাবস্থার’ মধ্যে রয়েছে। নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকাটি ঘিরে দেয় এবং তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। মানুষ জন চিৎকার করতে শুরু করেন। প্রাণ বাঁচাতে অনেকেই দৌড়াতে শুরু করেন। পুলিশ আত্মঘাতী হামলার তদন্ত শুরু করেছে। এর পেছনে কারা রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। তবে এখনও কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
