Tag Archives: Sikh

Islam: তীর্থযাত্রায় পাকিস্তানে গিয়ে ইসলাম গ্রহণ, সে দেশের নাগরিককে বিয়ে ভারতীয় শিখ মহিলার

এই দিনকাল: গুরু নানকের (Guru Nanak) জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানে গিয়েছিল ভারতীয় শিখ সম্প্রদায়ের একটি দল। প্রতিবেশী দেশে সেই তীর্থযাত্রায় গিয়ে ইসলাম (Islam) ধর্ম গ্রহণ করলেন এক ভারতীয় শিখ মহিলা। শুধু তাই নয় ধর্মান্তরিত হওয়ার পাশাপাশি এক পাক নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। প্রসঙ্গত, ভারতীয় তীর্থযাত্রীদের ওই দলটির সকলে দেশে ফিরলেও ওই মহিলা ভারতে ফেরেননি। আর যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল তাঁর পরিজনদের মধ্যে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভিন দেশে গিয়ে ধর্মান্তরিত হওয়া ওই মহিলার নাম সরবজিৎ কৌর। তিনি পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা। ৫২ বছর বয়সী সরবজিৎ অন্যান্য শিখ তীর্থযাত্রীর সঙ্গে দুই দেশের সরকারের অনুমতিতে গত ৪ নভেম্বর ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে গিয়েছিলেন। চলতি বছরে গুরু নানক দেবের ৫৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে সামিল হতে তাঁরা সীমান্তের ওপারে গিয়েছিলেন। পাকিস্তানে প্রায় ১০ দিন কাটানোর পর ১৩ নভেম্বর ১৯৯২ জন শিখ তীর্থযাত্রীর দল ভারতে ফিরে আসে। কিন্তু সেই দলে ছিলেন না সরবজিৎ।

সম্প্রতি উর্দুতে একটি ‘নিকাহনামা’ (ইসলামিক বিয়ের চুক্তি) প্রকাশ্যে এসেছে। যদিও তার সত্যতা এই দিনকাল যাচাই করেনি। সেখানে দাবি করা হয়েছে সরবজিৎ পাক নাগরিক নাসির হুসেনকে বিয়ে করেছেন। নাসির লাহোর থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে শেখুপুরার বাসিন্দা। রিপোর্ট অনুসারে, ভারতীয় ওই মহিলা বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পাশাপাশি তাঁর নামও পরিবর্তন করেছেন। তিনি নতুন নাম নিয়েছেন নূর। সূত্রের খবর, সরবজিৎ বিবাহবিচ্ছিন্না ছিলেন। তাঁর প্রাক্তন স্বামী কর্নাইল সিং ৩০ বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন। তাঁদের দুই ছেলে রয়েছে।

পুলিশ সূত্রের দাবি, সরবজিতের পাসপোর্ট ইস্যু করা হয়েছিল পাঞ্জাবের মুক্তসর জেলায়। তদন্তে জানা গিয়েছে, তিনি পাকিস্তানে নিখোঁজ হয়েছিলেন।পাকিস্তান থেকে ভারতে প্রবেশের জন্য ইমিগ্রেশন রেকর্ডেও তাঁর নাম পাওয়া যায়নি। সবাই ফিরে এলেও তিনি পাকিস্তান থেকে না ফেরায় ভারতের ইমিগ্রেশন বিভাগ দ্রুততার সঙ্গে পাঞ্জাব পুলিশকে বিষয়টি জানায়।  এর পর ভারতের তরফে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা হয়।

উল্লেখ্য শিখদের শীর্ষ সংস্থা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) প্রতি বছর ঐতিহাসিক গুরুদ্বারগুলিতে শ্রদ্ধা জানাতে, বিশেষ করে গুরু নানকের প্রকাশ পর্বে তীর্থযাত্রীদের একটি প্রতিনিধিদল পাকিস্তানে পাঠায়। গত মাসে, সরকার নিরাপত্তাজনিত কারণে ভ্রমণের অনুমতি প্রত্যাখ্যান করার প্রায় দুই সপ্তাহ পরে, সীমান্তের ওপারে নানকানা সাহিব গুরুদ্বারে শিখ ভক্তদের ১০ দিনের তীর্থযাত্রা করার অনুমতি দেয়।