Tag Archives: President Droupadi Murmu

President Droupadi Murmu: ৭৯ তম স্বাধীনতা দিবসের আগে জাতির উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণে এল ‘অপারেশন সিঁদুর’

এই দিনকাল: স্বাধীনতা দিবসের (Independence Day) প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে উঠে এল ‘অপারেশন সিঁদুর’ অভিযান প্রসঙ্গ। দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন দেশের সাংবিধানিক প্রধান। সেই ভাষণে সেনাবাহিনীর কাজের প্রশংসা করেন তিনি।

গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা হামলা চালিয়ে ২৬ জনকে খুন করেছিল। সেই নারকীয় হত্যাকাণ্ডের পর গত ৭ মে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল। যে অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। এদিন সেই অভিযানের কথা উঠে আসে রাষ্ট্রপতির ভাষণে। তিনি বলেন, ‘এ বছর আমরা সন্ত্রাসবাদের তীব্র আঘাতের মুখোমুখি হয়েছি। কাশ্মীরে ছুটি কাটাতে যাওয়া নিরীহ নাগরিকদের হত্যা চরম অমানবিক। ভারত প্রত্যুত্তর দিয়েছে সুনির্দিষ্ট পদক্ষেপে, ইস্পাত-কঠিন প্রত্যয়ে। ‘অপারেশন সিঁদুর’ দেখিয়ে দিয়েছে যে আমাদের সশস্ত্র বাহিনী দেশের সুরক্ষায় যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। কৌশলগত দক্ষতা এবং প্রযুক্তিগত সক্ষমতার মেলবন্ধনে তাঁরা সীমান্তের ওপারে জঙ্গিদের একের পর এক ঘাঁটি ধ্বংস করে দিয়েছেন। আমার বিশ্বাস, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানবতার সংগ্রামের ইতিহাসে ‘অপারেশন সিঁদুর’ উদাহরণ হয়ে থাকবে।’

ভাষণে তিনি আরও বলেন, ‘এই প্রত্যুত্তরের ক্ষেত্রে আমাদের ঐক্য বিশেষভাবে লক্ষ্যণীয়। যারা আমাদের বিভাজিত করতে চায়, তাদের সবচেয়ে জোরালো জবাব এটাই। সাংসদদের বহুদলীয় প্রতিনিধিদল ভারতের বক্তব্য তুলে ধরতে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেভাবে কাজ করেছেন, তাতেও স্পষ্ট হয়ে উঠেছে এই ঐক্য। সারা বিশ্ব ভারতের অবস্থান প্রত্যক্ষ করেছে। বার্তা পৌঁছে গেছে যে আমরা আগ্রাসনে তৎপর হব না, কিন্তু আমাদের নাগরিকদের রক্ষা করতে প্রতিশোধ গ্রহণেও দ্বিধা করব না।’

প্রতিরক্ষা খাতে ভারত যে আত্মনির্ভর হয়ে উঠছে তা উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ”অপারেশন সিঁদুর’ প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত কর্মসূচির সাফল্য প্রমাণিত করেছে। স্পষ্ট হয়েছে যে আমরা ঠিক পথে এগোচ্ছি। আমাদের দেশজ উৎপাদন কর্মসূচি সেই স্তরে পৌঁছেছে যা নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় বহু সরঞ্জাম নির্মাণে সক্ষম। স্বাধীনতার পর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের ইতিহাসে এই সাফল্য এক অনবদ্য মাইলফলক।’