এই দিনকাল: জেলমুক্তির পর বড় ‘পুরস্কার’ পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রার্থী করতে চলেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই খবর পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে। সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়ের নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছিল যে তাঁকে জোড়াফুল শিবির বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রার্থী করতে পারে বলে। কিন্তু দলীয় সূত্রের খবর, ওই আসনে পার্থের নামে সিলমোহর দিতে চলেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি জামিন পেয়ে জেলমুক্তি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ২০২২ সালের ২৩ জুলাই ইডি তাঁকে গ্রেফতার করেছিল। যে ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি নগদ টাকা। গ্রেফতার হওয়ার পর তৃণমূল কংগ্রেস মহাসচিব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেয় শীর্ষ নেতৃত্ব।
পার্থ গ্রেফতার হওয়ার কয়েক দিনের মধ্যে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। ২০২২ সালের ২৮ জুলাই অভিষেক মন্তব্য করেছিলেন, ‘তদন্ত যতদিন না শেষ হবে, ততদিন পার্থ চট্টোপাধ্যায় দল থেকে সাসপেন্ড থাকবেন। উনি আইনের চোখে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারলে তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ প্রসঙ্গত, জেলের বাইরে আসার পরে সরকারি পদ পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, দলীয় পদ পেয়েছেন অনুব্রত মণ্ডলও, ফলে পার্থ চট্টোপাধ্যায় সংশোধনাগার থেকে বেরিয়ে যে তৃণমূলে আবার গুরুত্ব পেতে চলেছেন, তা খুব স্বাভাবিক বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
