Tag Archives: Pakistan

Islam: তীর্থযাত্রায় পাকিস্তানে গিয়ে ইসলাম গ্রহণ, সে দেশের নাগরিককে বিয়ে ভারতীয় শিখ মহিলার

এই দিনকাল: গুরু নানকের (Guru Nanak) জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানে গিয়েছিল ভারতীয় শিখ সম্প্রদায়ের একটি দল। প্রতিবেশী দেশে সেই তীর্থযাত্রায় গিয়ে ইসলাম (Islam) ধর্ম গ্রহণ করলেন এক ভারতীয় শিখ মহিলা। শুধু তাই নয় ধর্মান্তরিত হওয়ার পাশাপাশি এক পাক নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। প্রসঙ্গত, ভারতীয় তীর্থযাত্রীদের ওই দলটির সকলে দেশে ফিরলেও ওই মহিলা ভারতে ফেরেননি। আর যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল তাঁর পরিজনদের মধ্যে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভিন দেশে গিয়ে ধর্মান্তরিত হওয়া ওই মহিলার নাম সরবজিৎ কৌর। তিনি পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা। ৫২ বছর বয়সী সরবজিৎ অন্যান্য শিখ তীর্থযাত্রীর সঙ্গে দুই দেশের সরকারের অনুমতিতে গত ৪ নভেম্বর ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে গিয়েছিলেন। চলতি বছরে গুরু নানক দেবের ৫৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে সামিল হতে তাঁরা সীমান্তের ওপারে গিয়েছিলেন। পাকিস্তানে প্রায় ১০ দিন কাটানোর পর ১৩ নভেম্বর ১৯৯২ জন শিখ তীর্থযাত্রীর দল ভারতে ফিরে আসে। কিন্তু সেই দলে ছিলেন না সরবজিৎ।

সম্প্রতি উর্দুতে একটি ‘নিকাহনামা’ (ইসলামিক বিয়ের চুক্তি) প্রকাশ্যে এসেছে। যদিও তার সত্যতা এই দিনকাল যাচাই করেনি। সেখানে দাবি করা হয়েছে সরবজিৎ পাক নাগরিক নাসির হুসেনকে বিয়ে করেছেন। নাসির লাহোর থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে শেখুপুরার বাসিন্দা। রিপোর্ট অনুসারে, ভারতীয় ওই মহিলা বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পাশাপাশি তাঁর নামও পরিবর্তন করেছেন। তিনি নতুন নাম নিয়েছেন নূর। সূত্রের খবর, সরবজিৎ বিবাহবিচ্ছিন্না ছিলেন। তাঁর প্রাক্তন স্বামী কর্নাইল সিং ৩০ বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন। তাঁদের দুই ছেলে রয়েছে।

পুলিশ সূত্রের দাবি, সরবজিতের পাসপোর্ট ইস্যু করা হয়েছিল পাঞ্জাবের মুক্তসর জেলায়। তদন্তে জানা গিয়েছে, তিনি পাকিস্তানে নিখোঁজ হয়েছিলেন।পাকিস্তান থেকে ভারতে প্রবেশের জন্য ইমিগ্রেশন রেকর্ডেও তাঁর নাম পাওয়া যায়নি। সবাই ফিরে এলেও তিনি পাকিস্তান থেকে না ফেরায় ভারতের ইমিগ্রেশন বিভাগ দ্রুততার সঙ্গে পাঞ্জাব পুলিশকে বিষয়টি জানায়।  এর পর ভারতের তরফে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা হয়।

উল্লেখ্য শিখদের শীর্ষ সংস্থা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) প্রতি বছর ঐতিহাসিক গুরুদ্বারগুলিতে শ্রদ্ধা জানাতে, বিশেষ করে গুরু নানকের প্রকাশ পর্বে তীর্থযাত্রীদের একটি প্রতিনিধিদল পাকিস্তানে পাঠায়। গত মাসে, সরকার নিরাপত্তাজনিত কারণে ভ্রমণের অনুমতি প্রত্যাখ্যান করার প্রায় দুই সপ্তাহ পরে, সীমান্তের ওপারে নানকানা সাহিব গুরুদ্বারে শিখ ভক্তদের ১০ দিনের তীর্থযাত্রা করার অনুমতি দেয়।

Suicide Blast: পাকিস্তানে আদালত চত্বরে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত্যু ১২ জনের, আহত অন্তত ২৫

এই দিনকাল: আত্মঘাতী বিস্ফোরণে (Suicide Blast) কেঁপে উঠল পাকিস্তানের ইসলামাবাদ। প্রাণঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। জখম হয়েছেন ২৫ জনের বেশি। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে ইসলামাবাদে আদালত চত্বরে পার্ক করা একটি গাড়িতে শক্তিশালী এই বিস্ফোরণ ঘটে। আহত এবং নিহতদের মধ্যে বেশিরভাগই আইনজীবী বলে জানা গিয়েছে। 

সূত্রের খবর, আর পাঁচটা দিনের মত মঙ্গলবার দুপুরেও ব্যস্ততা ছিল ইসলামাবাদ জেলা আদালত চত্বরে। দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের প্রবেশপথের কাছে পার্ক করা একটি গাড়ির ভিতরে এই বিস্ফোরণ ঘটে। তদন্তকারীদের অনুমান এটি আত্মঘাতী বিস্ফোরণ। বিকট শব্দে বিস্ফোরণের পর ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ছয় কিলোমিটার দূর পর্যন্ত তার আওয়াজ শোনা গেছে।

এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই হামলার পর দেশ ‘যুদ্ধাবস্থার’ মধ্যে রয়েছে। নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকাটি ঘিরে দেয় এবং তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। মানুষ জন চিৎকার করতে শুরু করেন। প্রাণ বাঁচাতে অনেকেই দৌড়াতে শুরু করেন। পুলিশ আত্মঘাতী হামলার তদন্ত শুরু করেছে। এর পেছনে কারা রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। তবে এখনও কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

Pakistan: গুরু নানকের জন্মবার্ষিকীতে তীর্থযাত্রায় পাকিস্তানে ২১০০ ভারতীয় শিখ, অপারেশন সিঁদুরের পর প্রথম বড় সফর

এই দিনকাল: গত এপ্রিলে জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকে। গত ৭ মে ভারতের তরফে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় বলে দাবি। সেই সামরিক উত্তেজনার পর স্থল সীমান্ত বন্ধ হয় দুই প্রতিবেশী দেশের মধ্যে। এই আবহে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সংযোগের নতুন সেতু তৈরি করে দিলেন ভারতীয় শিখ সম্প্রদায়। গুরু নানকের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করলেন ২,১০০ ভারতীয় শিখ। মঙ্গলবার তীর্থযাত্রীদের ওই দলটি আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পর্যবেক্ষকদের মতে, অপারেশন সিঁদুরের পর দুই দেশের মধ্যে প্রথম বড় সফর।

জানা গিয়েছে, পাকিস্তানে যাওয়ার পর শিখ তীর্থযাত্রীরা বুধবার লাহোর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে গুরু নানকের জন্মভূমি নানকানা সাহেবে জমায়েত করবেন। এরপর তাঁরা গুরুদুয়ার পাঞ্জা সাহেব হাসান আবদাল, গুরুদুয়ার সাচ্চা সৌদা ফারুকাবাদ এবং গুরুদুয়ার দরবার সাহেব কর্তারপুর দর্শন করবেন। তীর্থযাত্রীদের ওই দলটির ১৩ নভেম্বর ভারতে ফিরে আসার কথা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, গুরু নানকের ৫৫৬তম জন্মদিন উপলক্ষে ১০ দিনের উৎসব হবে পাকিস্তানে। সেই অনুষ্ঠানে যোগদানের জন্য ২১৫০ জন ভারতীয় শিখকে ভিসা দিয়েছে পাক সরকার। এদিকে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের তীর্থযাত্রায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে। এসজিপিসির যাত্রা বিভাগের দায়িত্বে থাকা পালবিন্দর সিং জানান, অনাবাসী ভারতীয়দের (এনআরআই) এই অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে এর পিছনে কী কারণ, সে বিষয়ে তিনি অবগত নন। অপারেশন সিঁদুরের পর নিরাপত্তা জনিত কারণে ভারত সরকার এর আগে তীর্থযাত্রার অনুমতি বাতিল করেছিল। তবে, দীর্ঘ দিনের ঐতিহ্যের কথা মাথায় রেখে একাধিক শিখ সংগঠন সরকারের কাছে আর্জি জানায়, অন্তত একটি প্রতীকী জাঠার অনুমতি দেওয়ার। তার ভিত্তিতে সিদ্ধান্তটি বাতিল করে কেন্দ্র।

Operation Sindoor:‘অপারেশন সিঁদুরের’ পরেও জম্মুকাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত

এই দিনকাল:গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান চালিয়ে সীমান্ত পেরিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে একাধিক সন্ত্রাসী কাঠামো ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। তা সত্ত্বেও পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ হয়নি। বরং, নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, সাম্প্রতিক কালে এই অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে।

গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী, সন্দেহ করা হচ্ছে গত চার মাসে ৭০ থেকে ৮০ জন জঙ্গি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। উত্তর কাশ্মীরের উরি, কুপওয়ারা, গুরেজ এবং জম্মু বিভাগের সাম্বার হীরানগর এবং সুন্দরবানীতে ঐতিহ্যবাহী রুট দিয়ে এই অনুপ্রবেশ ঘটেছে বলে জানা গিয়েছে। এমনকি সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও এ কথা মেনে নিয়েছেন গত সপ্তাহে। তিনি বলেছিলেন, ‘জম্মু ও কাশ্মীরে নিয়ন্র্ওণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টায় কোনও বিরাম নেই। জঙ্গিঘাঁটিতে হামলা সত্ত্বেও, অনুপ্রবেশের চেষ্টা এখনও অব্যাহত।’ অনুপ্রবেশের এই বৃদ্ধির পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের অভ্যন্তরে সন্ত্রাসী কাজকর্ম জারি রাখার জন্য ইসলামাবাদ জঙ্গিদের ভারতের ভূখণ্ডে ঠেলে দিচ্ছে। উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর সতর্কতার সঙ্গে জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছে ভারতের বাহিনী। সে কারণে উপত্যকায় জঙ্গি শিবিরে নিয়োগের হার কমে গিয়েছে।

শীতের মাসগুলিতে ভারী তুষারপাতের ফলে উঁচু পাহাড়ি পথ বন্ধ হয়ে যায় এবং চলাচলে ব্যাঘাত ঘটে। ফলে শীত শুরু হওয়ার আগেই জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে। নিরাপত্তা সংস্থাগুলির মতে, এটি জম্মুকাশ্মীরের অভ্যন্তরে জঙ্গিদের সংখ্যা বৃদ্ধির জন্য একটি মরসুমি প্রচেষ্টার অংশ। নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টহলদারিও বাড়ানো হয়েছে।

India-Pakistan conflict: ভারত-পাক সংঘাত থামাতে ট্রাম্প মধ্যস্থতা করেছেন, ফের দাবি ওয়াশিংটনের

এই দিনকাল: তাঁর মধ্যস্ততায় ভারত-পাকিস্তান সংঘাত (India-Pakistan conflict) বন্ধ হয়েছিল বলে আগে একাধিক বার দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার সেই একই দাবি করলেন মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও। তাঁর দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে এবং সংঘাত থামাতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ভূমিকা নিয়েছিল। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দুই পারমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ থামিয়েছিলেন।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকার দিয়েছেন রুবিও। সেখানে তিনি বলেন, শান্তি রক্ষার ক্ষেত্রে ট্রাম্প অঙ্গীকারবদ্ধ। আর ‘সে কারণে আমরা দেখেছি যখন ভারত ও পাকিস্তান যুদ্ধে সামিল হল, আমরা সরাসরি সংঘাত বন্ধ করতে সামিল হয়েছি এবং প্রেসিডেন্ট সেই শান্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছেন’, তিনি বলেন। তবে নয়াদিল্লির তরফে ওয়াশিংটনের এই দাবিকে আগেই প্রত্যাখ্যান করা হয়েছে। ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়েছে বলে ভারতের দাবি। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাক সংঘাত বন্ধ হয়নি বলে সাফ জানিয়েছে নয়াদিল্লি।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ড চলে। জঙ্গিরা বেছে বেছে পর্যটকদের খুন করে। যে হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমে দায় স্বীকার করেছিল লস্কর ই তৈবার ছায়া সংগঠন টিআরএফ। যদিও পরে ওই জঙ্গিগোষ্ঠী দায় অস্বীকার করে। ভারতের তরফে অভিযোগ করা হয়, এই গোটা ঘটনায় পাকিস্তানের হাত ছিল। সে কারণে গত ৭ মে ভারতের সেনাবাহিনী অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয়। তার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। চার দিনের মাথায় ১০ মে দুই দেশ সংঘর্ষ বন্ধ করতে রাজি হয়।