Nobel Prize: সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই

এই দিনকাল: ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার (Nobel Prize) ঘোষিত হল। এ বছরে সাহিত্যে অনবদ্য অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হল হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাইকে (Laszlo Krasznahorkai)। ‘তাঁর সুনিশ্চিত ও দিব‍্যদৃষ্টিপূর্ণ সাহিত্য সম্ভারের কারণে’ এই সম্মান দেওয়া হয়েছে। ক্রাসনাহোরকাই এর সৃষ্টি ‘এই মহাবিপর্যয়ময় আতঙ্কের কালে শিল্পের শক্তির কথা শোনায়।’ ১৯৫৪ সালে রোমানিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব … Read more