Ranitidine: অম্বলের এই বিশেষ ওষুধে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকার আশঙ্কা, তদন্তের নির্দেশ কেন্দ্রের
এই দিনকাল: অম্বলের জন্য ব্যবহৃত হওয়া ওষুধ রেনিটিডিনে (Ranitidine) ক্যান্সার সৃষ্টিকারী উপাদান কারসিনোজেন থাকতে পারে, এমনটাই আশঙ্কা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও-এর। আর তাই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ওষুধ নিয়ামক সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে রেনটিডিন প্রস্তুতকারক সংস্থাগুলি যেন ওষুধে নাইট্রোসোডাইমিথাইলঅ্যামাইন বা এনডিএমএ লেভেলের উপর নজর রাখে। পাশাপাশি, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শেলফ লাইফ … Read more