Namaz: পুনের দুর্গে নামাজ পড়ায় গোমূত্র দিয়ে ‘শুদ্ধিকরণ’ বিজেপি সাংসদের

এই দিনকাল: পুনের শনিওয়ার ওয়াড়া (Shaniwar Wada) দুর্গে নামাজ (Namaz) পড়েছিলেন কয়েক জন মহিলা। আর তার পর গোমূত্র দিয়ে ঐতিহাসিক ওই স্থানকে ‘শুদ্ধ’ করলেন বিজেপি সাংসদ। রবিবার পদ্ম শিবিরের রাজ্যসভার সাংসদ মেধা কুলকার্নির (Rajya Sabha MP Medha Kulkarni) নেতৃত্বে দলের কর্মীরা ওই দুর্গে ‘শুদ্ধিকরণ’ অভিযান চালান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাষ্ট্রের … Read more