Tag Archives: Maharashtra

Bengali People: মারাঠি না জানায় মহারাষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিককে মারধর

এই দিনকাল: ফের বাঙালি (Bengali People) পরিযায়ী শ্রমিককে আক্রমণের অভিযোগ। এ বার মহারাষ্ট্রে। অভিযোগ, মারাঠি ভাষা না জানায় ওই বাঙালি শ্রমিককে মারধর করা হয়। এই গোটা ঘটনায় অভিযোগের তীর রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সদস্যদের দিকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই পরিযায়ী শ্রমিকের নাম বৈদ্যনাথ পণ্ডিত। বৃহস্পতিবার সন্ধ্যায় নাসিকে গাড়ি চালানো শিখছিলেন তিনি। সেই সময় ভুল করে এক প্রতিবেশীর গাড়িতে ধাক্কা মারেন। তার পর গাড়ির মালিকের সঙ্গে তাঁর বচসা হয়। অভিযোগ, ঘটনার পরদিনই ওই প্রতিবেশী মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে খবর দেয়। এর পর রাজ ঠাকরের দলের সদস্যরা বৈদ্যনাথের উপরে চড়াও হন বলে অভিযোগ। অভিযোগ, তাঁর স্ত্রীর গায়েও অভিযুক্ত হাত তুলেছে। 

ঘটনার ভিডিওটি ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এই দিনকাল। যেখানে দেখা গিয়েছে, রাজ ঠাকরের অনুগামীরা এবং ওই অভিযুক্ত একসঙ্গে বৈদ্যনাথ পণ্ডিতকে ঘেরাও করে রেখেছেন। এক জন তাঁকে জিজ্ঞেস করছেন, মারাঠি ভাষা বলতে পারেন কি না। তার পর বলেন, মারাঠি ভাষা না জানলে তাঁকে শিখতে হবে। এর মাঝে অন্য আরেক জন তাঁকে মারধর করেন বলে অভিযোগ। সংবাদমাধ্যমকে ওই আক্রান্ত বাঙালি শ্রমিক জানিয়েছেন, আমাদের মহারাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।