Tag Archives: Kaliganj Tamanna News

Kaliganj Tamanna News: তামান্না খুনের প্রতিবাদে ২৮ জুন সিপিএমের বিক্ষোভ সমাবেশ, থাকবেন সেলিম, মীনাক্ষীরা

এই দিনকাল: তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমায় খুন হয়েছে নাবালিকা তামান্না খাতুন (Kaliganj Tamanna News)। এই ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিল সিপিএম (CPIM)। আগামী ২৮ জুন কালীগঞ্জে এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাম দলটি। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

তামান্না খাতুন খুনের ঘটনা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে সিপিএম। ঘটনার দিন নিহত তামান্নার পরিবারের সঙ্গে দেখা করেছেন সিপিএমের যুব শাখা ডিওয়াইএফআই এর নেতা কর্মীরা। এবার ২৮ জুন বিক্ষোভ সমাবেশের ডাক দিলেন মহম্মদ সেলিমরা। উল্লেখ্য, কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী হয় শাসকদল তৃণমূল কংগ্রেস। সোমবার সেই জয় উদযাপনে বিজয় মিছিল বের করে তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ, সেই মিছিল থেকে মেলেন্দি এলাকায় বোমা ছোঁড়া হয়। সেই বোমায় গুরুতর জখম হয় তামান্না। তড়িঘড়ি চিকিৎসার জন্য রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানেই মৃত্যু হয় ওই নাবালিকার।  

অন্য দিকে বুধবার দুপুরে তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে মোলান্দি গ্রামে যান ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি নাবালিকার মা-বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। আর্থিক সাহায্য দেওয়ার কথা বললে তা প্রত্যাখ্যান করে তামান্নার পরিবার।