Tag Archives: ‘I Love Mohammad’

I Love Mohammad: ‘আই লাভ মহম্মদ’ পোস্টার ঘিরে হিংসার ঘটনায় জামিন মিলল না তৌকির রেজা-সহ ৬ জনের

এই দিনকাল: উত্তরপ্রদেশে ‘আই লাভ মহম্মদ’ (I Love Mohammad) পোস্টার ঘিরে বিতর্ক এবং তার জেরে গত ২৬ সেপ্টেম্বর হিংসার ঘটনায় গ্রেফতার হওয়া ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকির রেজা খান (Tauqeer Raza) এবং আরও পাঁচ জনের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে বেরেলির একটি আদালত। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনায় ধৃতরা জড়িত ছিলেন।

অতিরিক্ত জেলা সরকারি আইনজীবী (এডিজিসি) মহেশ পাঠক জানিয়েছেন, নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও ঘটনার দিন ইসলামিয়া ময়দানে মুসলিম সমাজের লোকজনকে জড়ো হওয়ার জন্য ডাক দিয়েছিলেন রেজা। পুলিশ যখন জমায়েতে সামিল হওয়া জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, তখন হিংসা ছড়িয়ে পড়ে। ভিড় থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারা হয়।

সংবাদ সংস্থাকে পাঠক বলেন, ‘দাঙ্গাকারীরা পুলিশ সুপার (শহর) এর বন্দুকধারীর কাছ থেকে একটি রাইফেল এবং পুলিশের গাড়ি থেকে একটি ওয়্যারলেস সেটও ছিনিয়ে নেয়।’ যে ঘটনার পর কোতোয়ালি, বরাদারি, প্রেমনগর, ক্যান্ট এবং কিলা থানায় দশটি এফআইআর দায়ের করা হয়। অভিযোগে ১২৫ জনেরও বেশি নাম উল্লেখ করা হয়। পাশাপাশি ২,৫০০ জনেরও বেশি অজ্ঞাত পরিচয় ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে।

শ্যামগঞ্জ এলাকায় হিংসার ঘটনার সঙ্গে সম্পর্কিত মামলায় রেজার জামিনের আর্জি জানানো হয়েছিল। যে মামলাটি বরাদারি থানার অধীনে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমৃতা শুক্লা সেই আবেদনের শুনানি করেন। বিচারক রেজা-সহ ছয় জনের জামিনের আবেদন খারিজ করে দেন। বাকিদের মধ্যে রয়েছেন ফয়জান সাকালানি, তাকিম, মুনির ইদ্রিশি (সবাই বেরেলির বাসিন্দা), হারমান ও নেমাতুল্লাহ (বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা)।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে হেফাজতে রয়েছেন রেজা। হিংসার ঘটনার পর দিন থেকে। রেজা বর্তমানে ফতেহগড় জেলে বন্দি, অন্য অভিযুক্তরা বন্দি রয়েছেন বরেলি জেলে। পুলিশের অভিযোগ, সমাবেশে জড়ো হওয়া জনতা হিংসাত্মক হয়ে আধিকারিকদের উপর আক্রমণ করে। আইএমসি প্রধানের নাম দশটি এফআইআর-এর সবকটিতেই রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ২০১৯ সালে সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভে রেজা সামিল ছিলেন বলেও অভিযোগ।