Tag Archives: Guru Nanak

Pakistan: গুরু নানকের জন্মবার্ষিকীতে তীর্থযাত্রায় পাকিস্তানে ২১০০ ভারতীয় শিখ, অপারেশন সিঁদুরের পর প্রথম বড় সফর

এই দিনকাল: গত এপ্রিলে জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকে। গত ৭ মে ভারতের তরফে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় বলে দাবি। সেই সামরিক উত্তেজনার পর স্থল সীমান্ত বন্ধ হয় দুই প্রতিবেশী দেশের মধ্যে। এই আবহে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সংযোগের নতুন সেতু তৈরি করে দিলেন ভারতীয় শিখ সম্প্রদায়। গুরু নানকের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করলেন ২,১০০ ভারতীয় শিখ। মঙ্গলবার তীর্থযাত্রীদের ওই দলটি আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পর্যবেক্ষকদের মতে, অপারেশন সিঁদুরের পর দুই দেশের মধ্যে প্রথম বড় সফর।

জানা গিয়েছে, পাকিস্তানে যাওয়ার পর শিখ তীর্থযাত্রীরা বুধবার লাহোর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে গুরু নানকের জন্মভূমি নানকানা সাহেবে জমায়েত করবেন। এরপর তাঁরা গুরুদুয়ার পাঞ্জা সাহেব হাসান আবদাল, গুরুদুয়ার সাচ্চা সৌদা ফারুকাবাদ এবং গুরুদুয়ার দরবার সাহেব কর্তারপুর দর্শন করবেন। তীর্থযাত্রীদের ওই দলটির ১৩ নভেম্বর ভারতে ফিরে আসার কথা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, গুরু নানকের ৫৫৬তম জন্মদিন উপলক্ষে ১০ দিনের উৎসব হবে পাকিস্তানে। সেই অনুষ্ঠানে যোগদানের জন্য ২১৫০ জন ভারতীয় শিখকে ভিসা দিয়েছে পাক সরকার। এদিকে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের তীর্থযাত্রায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে। এসজিপিসির যাত্রা বিভাগের দায়িত্বে থাকা পালবিন্দর সিং জানান, অনাবাসী ভারতীয়দের (এনআরআই) এই অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে এর পিছনে কী কারণ, সে বিষয়ে তিনি অবগত নন। অপারেশন সিঁদুরের পর নিরাপত্তা জনিত কারণে ভারত সরকার এর আগে তীর্থযাত্রার অনুমতি বাতিল করেছিল। তবে, দীর্ঘ দিনের ঐতিহ্যের কথা মাথায় রেখে একাধিক শিখ সংগঠন সরকারের কাছে আর্জি জানায়, অন্তত একটি প্রতীকী জাঠার অনুমতি দেওয়ার। তার ভিত্তিতে সিদ্ধান্তটি বাতিল করে কেন্দ্র।