Tag Archives: Gaumutra

Namaz: পুনের দুর্গে নামাজ পড়ায় গোমূত্র দিয়ে ‘শুদ্ধিকরণ’ বিজেপি সাংসদের

এই দিনকাল: পুনের শনিওয়ার ওয়াড়া (Shaniwar Wada) দুর্গে নামাজ (Namaz) পড়েছিলেন কয়েক জন মহিলা। আর তার পর গোমূত্র দিয়ে ঐতিহাসিক ওই স্থানকে ‘শুদ্ধ’ করলেন বিজেপি সাংসদ। রবিবার পদ্ম শিবিরের রাজ্যসভার সাংসদ মেধা কুলকার্নির (Rajya Sabha MP Medha Kulkarni) নেতৃত্বে দলের কর্মীরা ওই দুর্গে ‘শুদ্ধিকরণ’ অভিযান চালান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে ট্যাগ করে নিজের এক্স হ্যান্ডেলে কুলকার্নি লিখেছেন, ‘শনিওয়ারওয়াড়া একটি ঐতিহাসিক জায়গা। এটি আমাদের বিজয়ের প্রতীক, যেখান থেকে মারাঠা সাম্রাজ্য অ্যাটক থেকে কটক পর্যন্ত বিস্তৃত হয়েছিল। কেউ যদি এখানে এসে নামাজ পড়ে, আমরা তা সহ্য করব না।’ তিনি আরও বলেন, ‘শনিওয়ারওয়াড়া একটি এএসআই (ASI) দ্বারা সুরক্ষিত ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। এটি ছত্রপতি শিবাজি মহারাজের প্রতিষ্ঠা করা হিন্দবিশ্বরাজ্যের প্রতীক। আমরা কাউকে এখানে নামাজ পড়ার অনুমতি দিতে পারি না। এটি কোনও মসজিদ নয়।’

উল্লেখ্য, শনিওয়ার ওয়াড়া দুর্গে কয়েক জন মুসলিম মহিলার নামাজ পড়ার একটি ভিডিও সমাজ মাধ্যমে শনিবার ভাইরাল হয়। যার পরে বিজেপি এবং বেশ কয়েকটি উগ্র ডানপন্থী সংগঠন এর নিন্দা জানায়। গোটা ঘটনায় রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছে। পদ্ম শিবিরের বিরুদ্ধ সরব হয়েছে অজিত পাওয়ার এনসিপি। দলের মুখপাত্র রূপালি পাতিল থোম্ব্রে বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য পুলিশের কাছে দাবি তুলেছেন। রূপালির অভিযোগ, ‘সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার’ চেষ্টা করছেন মেধা। তাঁর আরও সংযোজন, ‘যখন উভয় সম্প্রদায় পুনেতে সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন, মেধা তখন হিন্দু-মুসলিম করছেন। শনিওয়ার ওয়াড়া সমস্ত পুনেবাসীর, কোনও একটি গোষ্ঠী বা ধর্মের সম্পত্তি নয়।’ অন্য দিকে, দুর্গে নামাজ পড়ায় অজ্ঞাত পরিচয় মহিলাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন এএসআই-এর এক আধিকারিক। পাশাপাশি দুর্গে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।