Tag Archives: Explosion

Omar Abdullah: ‘জম্মুকাশ্মীরের প্রত্যেক বাসিন্দা জঙ্গি নয়’: মুখ্যমন্ত্রী ওমর

এই দিনকাল: দিল্লি গাড়ি বিস্ফোরণের ঘটনায় তদন্ত জারি রেখেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইতিমধ্যে একাধিক চিকিৎসককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন গোয়েন্দারা। এই আবহে সংবাদ মাধ্যমে এই প্রসঙ্গে মন্তব্য করলেন জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা (Omar Abdullah)। ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, দিল্লি বিস্ফোরণের নিন্দা যতই জানানো হোক না কেন, তা যথেষ্ট নয়। পাশাপাশি তিনি বলেন, জম্মুকাশ্মীরের প্রত্যেক বাসিন্দা সন্ত্রাসী নয় বা জঙ্গিদের সঙ্গে জড়িত নয়।

বৃহস্পতিবার জম্মুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আব্দুল্লা বলেন, ‘এই ঘটনার নিন্দা যতই করা হোক, তা যথেষ্ট নয়। নিরপরাধ মানুষদের এভাবে হত্যা করা মেনে নেওয়া যায় না এবং কোনও ধর্ম এমন কাজকে অনুমোদন দেয় না। তদন্ত চলছে, এবং দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের প্রতিটি বাসিন্দা সন্ত্রাসী নয়, বরং কেবলমাত্র কয়েকজন ‘সর্বদা এখানকার শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে।’ ওমর বলেন, ‘যখন আমরা জম্মুকাশ্মীরের প্রত্যেক বাসিন্দা এবং প্রত্যেক কাশ্মীরি মুসলমানকে একই মানসিকতার মানুষ হিসেবে দেখি এবং মনে করি যে প্রত্যেকেই সন্ত্রাসী, তখন মানুষকে সঠিক পথে রাখা কঠিন হয়ে পড়ে।’ তিনি জোর দিয়ে বলেন, বিস্ফোরণের জন্য যারা দায়ী তাদের শনাক্ত করে শাস্তি দেওয়া দরকার। পাশাপাশি যারা নির্দোষ, সেই সব মানুষদের হেনস্থা করা উচিত নয়।

উল্লেখ্য, ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের জেরে ১৩ জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, গাড়িটি চালাচ্ছিলেন উমর নবি নামের এক চিকিৎসক। নিহত চিকিৎসকের দেহাংশের ডিএনএ এর সঙ্গে তাঁর মায়ের এবং ভাইয়ের ডিএনএ মিলিয়ে তদন্তকারীরা ১০০ শতাংশ নিশ্চিত হয়েছেন। গাড়িটিতে চালকের আসনে ছিলেন উমরই। পেশায় চিকিৎসক ও অধ্যাপক হয়েও কী ভাবে সন্ত্রাসী কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন উমর তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে ওমর বলেন, ‘আমরা কি আগেও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জড়িত থাকতে দেখিনি? কে বলে যে শিক্ষিত মানুষ এসব কাজে জড়ায় না?’

Mehbooba Mufti: ‘নির্দোষদের হয়রানি করবেন না’: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তদন্তের মধ্যে আর্জি মেহবুবা মুফতির

এই দিনকাল: ‘কোনও নির্দোষ মানুষকে যেন হয়রানি না করা হয়’, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চলমান তদন্তের মাঝে এমনই আর্জি জানালেন জম্মুকাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। বুধবার তদন্তকারী সংস্থাগুলিকে আবেদন জানিয়ে মুফতি বলেছেন, দিল্লি বিস্ফোরণে জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া ডাক্তারদের বাবা মাকে হয়রানি যেন না করা হয়।

বুধবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পিডিপি নেত্রী। সেখানে তিনি দিল্লির লালকেল্লার কাছে প্রাণঘাতী বিস্ফোরণের নিন্দা জানান, যে বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন ২০ জন। এই ঘটনায় সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে মুফতি বলেন, ‘আমাদের শিক্ষিত ডাক্তাররা দুর্ভোগে পড়েছেন। আমি দিল্লি বিস্ফোরণের সম্পূর্ণ ও সুষ্ঠু তদন্ত চাই। ডাক্তাররা যদি এই হামলার সঙ্গে জড়িত থাকেন, তাহলে এটা আমাদের সবার জন্য খুবই ক্ষতিকর। আমি দিল্লি সরকারের কাছে একটি অবাধ ও সুষ্ঠু তদন্তের জন্য আবেদন করছি।’ অভিযুক্তদের পরিবারকে লক্ষ্যবস্তু না করার আর্জি জানিয়ে পিডিপি প্রধান আরও বলেন, ‘তারা জড়িত নয়। এটা ভালো নয়। জড়িতদের শাস্তি দেওয়া উচিত, কিন্তু নির্দোষদের হয়রানি করবেন না।’ তিনি বলেন, ‘সরকারের পার্থক্য বজায় রাখা উচিত। এর সঙ্গে জড়িত, যারা অপরাধী, তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। কিন্তু তাদের আত্মীয়দের কোন সন্দেহ ছাড়াই গ্রেফতার করা হচ্ছে, তাদের সঙ্গে যথাযথ আচরণ করা উচিত… শুধু এই তদন্তটিকে তদন্ত হিসাবে বিবেচনা করুন… এমনকি যদি এখনও কারও অপরাধ প্রমাণিত না হয়, আপনি সন্দেহের ভিত্তিতে মা, বাবা, ভাই ও বোনদের গ্রেফতার করছেন। আপনি তাদের টেনে নিয়ে যাচ্ছেন। এমনটা হওয়া উচিত নয়।’ 

উল্লেখ্য, ফরিদাবাদে গ্রেফতার হওয়া ডাক্তার মুজাম্মিলের মা দাবি করেছেন, তাঁর ছেলে নির্দোষ। সেই দাবির পর মুফতি এই মন্তব্য করলেন। তাঁর আরও দাবি, গ্রেফতারের পর থেকে পরিবারকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। প্রসঙ্গত, তিন ডাক্তার – শাহীন সাঈদ, মুজাম্মিল শাকিল গণালে এবং আদিল রাথার – বর্তমানে হেফাজতে রয়েছেন। উমর নবী নামে আরেক ডাক্তার আত্মঘাতী বোমা হামলাকারী বলে অনুমান করা হচ্ছে। ১০ নভেম্বর বিস্ফোরণে মৃত্যু হয় উমরের।

Explosion: দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু, হাই অ্যালার্ট জারি মুম্বই, জয়পুর, উত্তরপ্রদেশে

এই দিনকাল: ভয়াবহ বিস্ফোরণে (Explosion) কেঁপে উঠল রাজধানী শহর দিল্লি। সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে এই বিস্ফোরণের ফলে আট জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ২৪ জন। বিস্ফোরণের পর আশেপাশে থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়। দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, ‘এটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ছিল।’

দিল্লির লোক নায়ক হাসপাতালের তরফে মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। যেখানে বিস্ফোরণের পর আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এদিন এই বিস্ফোরণের পর উচ্চ সতর্কতা জারি করা হয়েছে মুম্বই, জয়পুর, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। ঘটনার পর দেখা গিয়েছে, একটি গাড়ির দরজা উড়ে গেছে। আরেকটি গাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাটিতে মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। ঘটনার খবর পেয়ে বিস্ফোরণ স্থলে পৌঁছেছে প্রায় ২০টি দমকলের ইঞ্জিন। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।তবে বিস্ফোরণের ধরণ সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি।

ফরেনসিক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছেছেন। কী ভাবে এবং কী ধরনের এই বিস্ফোরণ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য লাল কেল্লা পুরাতন দিল্লি এলাকায় অবস্থিত। এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি সুইফট ডিজায়ার গাড়িতে বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণে আহত হয়েছেন জিশান নামের এক জন অটোচালক। তিনি বলেন, ‘আমার সামনে গাড়িটি প্রায় দুই ফুট দূরে ছিল। আমি জানি না এতে বোমা ছিল নাকি অন্য কিছু, তবে এটি বিস্ফোরিত হয়েছিল। এটি একটি সুইফট ডিজায়ার গাড়ি ছিল।’