Tag Archives: Earthquake

Earthquake: বাংলাদেশে নরসিংদীতে ভূমিকম্পে মৃত বেড়ে ৫

এই দিনকাল: জোরালো ভূমিকম্পের (Earthquake) জেরে বাংলাদেশের নরসিংদী সদর, পলাশ ও শিবপুর উপজেলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। শুক্রবার সকালে হওয়া এই ভূমিকম্পের জেরে জখম হয়েছে শতাধিক। প্রসঙ্গত, এদিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল নরসিংদী। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। 

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মৃত ব্যক্তিদের নাম দেলোয়ার হোসেন (৩৭) ও তাঁর ছেলে ওমর ফারুক (৯), তাঁরা সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার বাসিন্দা। মৃত্যু হয়েছে নাসির উদ্দীন (৬৫) নামের এক ব্যক্তির। তিনি পলাশের ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামের নয়াপাড়া এলাকার বাসিন্দা।নিহতদের মধ্যে রয়েছেন চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামের পশ্চিমপাড়া এলাকার কাজম আলী ভূঁইয়া (৭৫) এবং শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের ফোরকান মিয়া (৩৫)।

ভূমিকম্পের ফলে বাড়ির ছাদ ভেঙে পড়ে গুরুতর জখম হন দেলোয়ার ও ওমর ফারুক। পরে তাঁদের মৃত্যু হয়। নাসির উদ্দীন ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জোরালো কম্পনের ফলে মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় কাজম আলীর।

উল্লেখ্য শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। বাংলাদেশের পাশাপাশি কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায়। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তরফে দাবি করা হয়েছে, এদিনের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।

Earthquake: আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০, জখম ২৫০০, পাশে থাকার আশ্বাস মোদীর

এই দিনকাল: আফগানিস্তানে ভূমিকম্পে (Earthquake) মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। মর্মান্তিক এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সোমবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। রিখটার স্কেলে ৬.৩ মাত্রার এই ভূমিকম্পে জখম হয়েছেন অন্তত ২৫০০ জন। ভয়াবহ এই বিপর্যয়ের পর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তালিবান শাসিত দেশটির পাশে থাকার আশাস দিয়েছেন মোদী।

রবিবার রাতে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের কুনার প্রদেশ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের পরে একাধিক আফটার শকে কেঁপে ওঠে পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত ও পাকিস্তানের একাধিক অঞ্চল। ভারতের রাজধানী শহর দিল্লিতে কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র আট কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎস। ভূপৃষ্ঠের কাছাকাছি কম্পনের উৎস হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

প্রতিবেশী দেশের এমন বিপর্যয়ের সময় পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এসসিও সম্মেলনে যোগ দিতে বর্তমানে চিনে রয়েছেন তিনি। সেখান থেকে শোকপ্রকাশ করেছেন মোদী। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আফগানিস্তানে ভূমিকম্পে এত প্রাণহানি দেখে আমি গভীরভাবে ব্যথিত। এই কঠিন সময়ে স্বজনহারাদের পরিবারের জন্য প্রার্থনা করি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আফগানিস্তানের জন্য প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য করতে তৈরি আছে ভারত।’ প্রসঙ্গত, ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানের জন্য ইতিমধ্যেই সাহায্য ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। নিরলস ভাবে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ভারতের পাশাপাশি একাধিক দেশের তরফে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের অক্টোবরেও আফগানিস্তানে ভয়ঙ্কর ধ্বংসলীলা চলেছিল ভূমিকম্পের কারণে। সে বারেও ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পশ্চিম আফগানিস্তানে। সেই ঘটনায় প্রায় ২০০০ জনের মৃত্যু হয়েছিল। সেই দুঃস্বপ্নের স্মৃতি আবার ফিরে এল রবিবার। বিশেষজ্ঞদের মতে, ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে, হিন্দুকুশ অঞ্চলে অবস্থানের কারণে আফগানিস্তানে বারবার ভূমিকম্প হয়।