Tag Archives: Durbar

Durbar: দুর্বারের ৩০ বছর, যৌনকর্মীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলের ডাক বিশিষ্টদের

এই দিনকাল: সমাজ এখনও মুখ বাঁকায় তাঁদের দেখলে। বিভিন্ন ক্ষেত্রে এখনও বঞ্চনার শিকার হন তাঁরা। কিন্তু অদম্য লড়াইয়ের মাধ্যমে ছিনিয়ে নিতে চান নিজেদের অধিকার। যৌনকর্মীরাও যে শ্রমিক এবং শ্রমিকের অধিকার তাঁদের প্রাপ্য, সেই দাবি আরও এক বার সোচ্চারে তুলে ধরল যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘দুর্বার মহিলা সমন্বয় সমিতি'(Durbar)। সমিতির ৩০ বছর পূর্তি উপলক্ষে চলছে নানান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অংশ নিয়ে বিশিষ্ট মানুষজনও যৌনকর্মীদের অধিকারের পক্ষে জোরালো সওয়াল করেন।

সমিতির ৩০ বছর পূর্তি উপলক্ষে উত্তর কলকাতার রবীন্দ্র সরণির রবীন্দ্র কানন পার্কে চলছে বিভিন্ন অনুষ্ঠান। ১২ জুলাই থেকে শুরু হওয়া এই উদযাপন চলবে ১৫ জুলাই পর্যন্ত। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত, ছিলেন শ্রমিক সংগঠনের একাধিক নেতা। অভিনেত্রী দেবলীনা সমাজের দৃষ্টিভঙ্গি বদলের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমার যে অধিকার তা নিয়ে আমাকে লড়াই করতে হয় না। আমার যৌনকর্মী দিদি বোনেদের অধিকার নিয়ে আমাদের মঞ্চে বসে আলোচনা করতে হচ্ছে। এইটা যতদিন চলবে ততদিন হাজার আইন, হাজার নিয়ম, হাজার কানুন, কিছু করেই কিছু হবে না। সমাজের দৃষ্টিভঙ্গি যতক্ষণ না বদলাচ্ছে।’

oplus_0

আলোচনায় প্রত্যেকেই যৌনকর্মীদের শ্রমিক হিসেবে মর্যাদা ও অধিকারের দাবিতে সরব হন। এদিন সন্ধ্যায় আলোচনার পরেই ছিল ট্রান্সজেন্ডারদের ফ্যাশন শো। অনেকে অংশ নেন সেই শো’তে। অন্যদের মতো তাঁরাও যে সুযোগ পেলে নিজেদের প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে পারেন, তা বুঝিয়ে দেন মঞ্চে। এছাড়াও অনুষ্ঠান প্রাঙ্গণে ছিল একাধিক নামী প্রকাশনীর বইয়ের স্টল। যৌনকর্মীরা ছাড়াও এই অনুষ্ঠানে দর্শকের আসনে ছিলেন বহু সাধারণ মানুষ। যৌনকর্মীদের প্রতি যে তাচ্ছিল্যের দৃষ্টিভঙ্গি এখনও চারপাশে বিদ্যমান, তা কাটাতে ভাবনা বদলের ডাক দেন বিশিষ্টরা।