এই দিনকাল: ভয়াবহ বিস্ফোরণে (Explosion) কেঁপে উঠল রাজধানী শহর দিল্লি। সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে এই বিস্ফোরণের ফলে আট জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ২৪ জন। বিস্ফোরণের পর আশেপাশে থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়। দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, ‘এটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ছিল।’
দিল্লির লোক নায়ক হাসপাতালের তরফে মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। যেখানে বিস্ফোরণের পর আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এদিন এই বিস্ফোরণের পর উচ্চ সতর্কতা জারি করা হয়েছে মুম্বই, জয়পুর, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। ঘটনার পর দেখা গিয়েছে, একটি গাড়ির দরজা উড়ে গেছে। আরেকটি গাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাটিতে মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। ঘটনার খবর পেয়ে বিস্ফোরণ স্থলে পৌঁছেছে প্রায় ২০টি দমকলের ইঞ্জিন। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।তবে বিস্ফোরণের ধরণ সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি।
ফরেনসিক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছেছেন। কী ভাবে এবং কী ধরনের এই বিস্ফোরণ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য লাল কেল্লা পুরাতন দিল্লি এলাকায় অবস্থিত। এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি সুইফট ডিজায়ার গাড়িতে বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণে আহত হয়েছেন জিশান নামের এক জন অটোচালক। তিনি বলেন, ‘আমার সামনে গাড়িটি প্রায় দুই ফুট দূরে ছিল। আমি জানি না এতে বোমা ছিল নাকি অন্য কিছু, তবে এটি বিস্ফোরিত হয়েছিল। এটি একটি সুইফট ডিজায়ার গাড়ি ছিল।’
