Tag Archives: Death

Interfaith Relationship: ভিন ধর্মে প্রেম, যোগীরাজ্যে মুসলিম যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন

এই দিনকাল: ভিন ধর্মের তরুণীর সঙ্গে প্রেম (Interfaith Relationship)। আর তার জেরে উত্তরপ্রদেশের লখনউয়ের সাদাতগঞ্জে খুন হতে হল এক যুবককে। অভিযোগ, সোমবার রাতে ‘বিয়ের বিষয় নিয়ে আলোচনা’র জন্য ওই যুবককে ডেকে পাঠিয়েছিলেন তরুণীর ভাই। তার পর তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম আলি আব্বাস। তিনি যে তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি ভিন্ন সম্প্রদায়ের। ফলে তরুণীর পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়নি। অভিযোগ, ওই তরুণী আলি আব্বাসকে তাঁর বাড়িতে ডেকেছিলেন। সেখানে তাঁর ভাই এবং ভাইয়ের বন্ধুরা মিলে আলিকে মারধর করে।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (লখনউ) বিশ্বজিৎ শ্রীবাস্তব জানিয়েছেন, খুনের ঘটনায় ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এক পুলিশ কর্তা জানিয়েছেন, ধৃতরা হলেন মহিলার ভাই হিমালয় প্রজাপতি (২৭) এবং তাঁর দুই প্রতিবেশী ও বন্ধু সৌরভ (২৪) এবং সোনু কুমার (৩০)। সাদাতগঞ্জ থানার অফিসার সন্তোষ কুমার আর্য বিষয়টি নিয়ে বলেন, অভিযুক্তদের আদালতে তোলা হয়। বিচারক তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন। অন্য দিকে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। 

পুলিশ আরও জানতে পেরেছে, আলি ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। সোমবার গভীর রাতে পুলিশ খবর পায়, সাদাতগঞ্জের লাকরমান্ডি হাটা এলাকায় এক যুবককে লাঠি দিয়ে আক্রমণ করা হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় একটি দল। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কয়েক মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

Humayun’s Tomb Collapses: মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কাছে দরগার ছাদ ভেঙে মৃত্যু ৬ জনের

এই দিনকাল: দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কাছে (Humayun’s Tomb Collapses) একটি দরগার ছাদ ভেঙে মৃত্যু হল ৬ জনের। ধ্বংসস্তূপের মধ্যে বেশ কয়েক জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির নিজামুদ্দিন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনার ফলে আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। যাদের মধ্যে নয় জনকে চিকিৎসার জন্য দিল্লির এইমস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবারের নামাজের জন্য মানুষজন দরগায় যাচ্ছিলেন। সেই সময় আচমকা ভেঙে পড়ে সেটির একাংশের ছাদ। দরগা শরীফ পাট্টে শাহ নিজামুদ্দিন পূর্বের হুমায়ুনের সমাধির কাছে অবস্থিত। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি খোলা প্রাঙ্গণের চারপাশে একটি ছোট সবুজ ভবন রয়েছে। সেটির এক পাশের ছাদ ভেঙে পড়েছে বলে দেখা যাচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লির দমকল বাহিনী, দিল্লি পুলিশ, এনডিআরএফ এবং দিল্লি বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ একাধিক উদ্ধারকারী সংস্থা। তারা উদ্ধারকাজ চালাচ্ছে। অসমর্থিত সূত্রে খবর, প্রায় ২৫ থেকে ৩০ বছরের পুরনো ছিল ভেঙে পড়া ছাদটি। শুক্রবার যখন সেটি ভেঙে পড়ে, সেই সময় দরগার ভেতরে ছিল ১৫ থেকে ২০ জন লোক। যাদের মধ্যে ইমামও ছিলেন বলে জানা গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাস্থলটি বর্তমানে ঘিরে রাখা হয়েছে।

School Building Collapse: রাজস্থানের ঝালাওয়ারে ভেঙে পড়ল স্কুলের ছাদ, মৃত্যু ৪ শিশুর, আহত ১৭

এই দিনকাল: স্কুলের ভবন ভেঙে (school building collapse) পড়ে মর্মান্তিক বিপর্যয় রাজস্থানের ঝালাওয়ার জেলায়। শুক্রবার সকালে একটি সরকারি স্কুল ভবন ভেঙে পড়ে মৃত্যু হল চার শিশুর, এই ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্তবার সকালে ঝালাওয়ার জেলার মনোহরথানা ব্লকের পিপলোদি সরকারি স্কুলে শিশুরা সকালে প্রার্থনার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় আচমকা ভবনটি ভেঙে পড়ে। ঝালাওয়ারের পুলিশ সুপার অমিত কুমার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘চার শিশুর মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হয়েছে। দশ শিশুকে ঝালাওয়ারে পাঠানো হয়েছে, যার মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক।’ পুলিশের তরফে জানানো হয়েছে, শিক্ষক এবং স্থানীয়দের সহায়তায় ধ্বংসস্তূপ থেকে শিশুদের উদ্ধার করা হয়েছে। রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার জানিয়েছেন, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে। তিনি প্রশাসনিক কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

মদন দিলওয়ার বলেন, ‘ঝালাওয়ারের পিপলোদি গ্রামে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যেখানে একটি স্কুলের ছাদ ভেঙে পড়েছে। আমি জেলাশাসক এবং শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি চিকিৎসার জন্য সকল ধরণের ব্যবস্থা করার। জেলাশাসক এবং অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।’ তিনি আরও বলেন, ‘এই ঘটনা কেন ঘটল তা জানতে একটি উচ্চ-পর্যায়ের তদন্ত করা হবে।’ ঝালাওয়ারের মানহোরেথানা থানার আধিকারিক নন্দকিশোর বলেন, গুরুতর আহত দুই শিক্ষার্থীকে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে এমন স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে এবং ছয় জনকে এসআরজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।