Dalit: স্কুলের দলিত রাঁধুনির হাতে খেতে আপত্তি! বৈষম্যের অভিযোগে ৬ অভিভাবককে কারাদণ্ড তামিলনাড়ুর আদালতের
এই দিনকাল: স্কুলের দলিত (Dalit) রাঁধুনির হাতে খাবার খেতে আপত্তি! শুধু তাই নয় প্রশাসনের উপর চাপ তৈরি করে সেই মহিলা রাঁধুনিকে বদলি করা হয়েছিল। ২০১৮ সালে তামিলনাড়ুর একটি সরকারি স্কুলের এই ঘটনায় বৈষম্যের অভিযোগে এসসি এসটি আইনের আওতায় ছয় জনকে দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত। দোষীদের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। সংবাদ মাধ্যম সূত্রে খবর, … Read more