Tag Archives: Child Death

Child Death: রাজস্থানে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ওষুধ খেয়ে মৃত্যু শিশুর

এই দিনকাল: রাজস্থানে (Rajasthan) মর্মান্তিক ঘটনা! সে রাজ্যের সরকারের সরবরাহ করা বিনামূল্যের কাশির সিরাপ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল পাঁচ বছরের এক শিশু (Child Death)। ঘটনাটি ঘটেছে সিকার জেলার খোরি ব্রাহ্মণন গ্রামে। 

জানা গিয়েছে, মৃত শিশুর নাম নিতীশ। বেশ কিছু দিন ধরে সর্দি-কাশিতে ভুগছিল সে। ছেলে যাতে সুস্থ হয়ে ওঠে সেই উদ্দেশে তার মা স্থানীয় চিরানা সিএইচসিতে গিয়ে ওষুধ নিয়ে আসেন। সরকারের তরফে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এই কেন্দ্র থেকে। অভিযোগ, কাশির ওষুধ খাওয়ার পর নিতীশের শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।স্থানীয়দের দাবি, কাশির সিরাপ খেয়ে এই প্রথম বিপদ নয়, এর আগে ওই সিরাপ খেয়ে অজিতগড় এলাকায় দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে এএসআই রোহিতাস কুমার জাঙ্গিদ জানান, মুকেশ শর্মার ছেলে নিতীশকে চিরানা সিএইচসি থেকে কাশির ওষুধ দেওয়া হয়েছিল রবিবার সন্ধ্যায়। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। চিকিৎসক রঞ্জিত বেন্দা শিশুটির মৃত্যু নিয়ে বলেন, পরিবার শিশুটিকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল। নিয়ে আসার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এই একই সিরাপের কারণে সম্প্রতি ভরতপুর জেলার বায়ানায় তিন বছর বয়সী এক শিশু অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ ওঠে সরকারি ওষুধ খেয়ে ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। এর পর সিএইচসি-র দায়িত্বে থাকা এক আধিকারিক প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্য নিজে ওই সিরাপ খান এবং দুই অ্যাম্বুলেন্স চালকও ওই ওষুধ গ্রহণ করে। তাঁরাও অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। কাশির সিরাপ খেয়ে এমন অঘটনের পর, ভরতপুর জেলা জুড়ে একই ব্যাচের ওষুধ বিতরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।