Tag Archives: Bihar Assembly Elections Result

Bihar Assembly Elections Result: বিহারে জোটে নেয়নি রাহুল-তেজস্বীরা, একলা লড়ে ৫ আসনে জয় পেল ওয়েইসির মিম

এই দিনকাল: বিহারে বিধানসভা নির্বাচনে একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেও কার্যত সফল হল আসাদউদ্দিন ওয়েইসির মিম। যেখানে আরজেডি এবং কংগ্রেস আশানুরূপ ফল পায়নি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাঁচটি আসনে জয় ছিনিয়ে আনল ওয়েইসির দল। 

বিহারে (Bihar Assembly Elections Result) নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে থেকেই মহাজোটে সামিল হতে চেয়ে একাধিকবার আরজেডি নেতা তেজস্বী যাদবকে চিঠি লিখেছিলেন বিহার মিমের নেতৃত্ব, এমনই দাবি করেছিলেন খোদ আসাদ উদ্দিন ওয়েইসি। কিন্তু অভিযোগ, ইন্ডিয়া জোটে ওয়েইসির দলকে নিতে আগ্রহ দেখাননি রাহুল-তেজস্বীরা। ইন্ডিয়া ব্লক না সঙ্গে নেওয়ায় একলা লড়ার সিদ্ধান্ত নেয় অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলেমিন। আর সেই সিদ্ধান্তে ভর করে নির্বাচনী ময়দানে লড়াইয়ে সাফল্য পেল দলটি। শুক্রবার ফল ঘোষণার পর দেখা গেল, বিহারের জোকিহাট, বাহাদুরগঞ্জ, কোচাধামান, আমৌর এবং বাইসি— পাঁচ আসনে জয়লাভ করেছেন মিমের প্রার্থীরা।

শুক্রবার ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। এদিন গণনার ফল অনুযায়ী জোকিহাট বিধানসভা কেন্দ্রে ২৮৮০৩ ভোটে জয়ী হয়েছেন মিম প্রার্থী মহম্মদ মুর্শিদ আলম, তিনি ভোট পেয়েছেন ৮৩৭৩৭টি। ওই কেন্দ্রে দ্বিতীয় হয়েছেন জেডিইউ এর মনজার আলম, তাঁর প্রাপ্ত ভোট ৫৪৯৩৪টি। বাহাদুরগঞ্জ কেন্দ্রে ২৮৭২৬ ভোটে জয়ী হয়েছেন মিম প্রার্থী মহম্মদ তৌসিফ আলম, তিনি মোট ভোট পেয়েছেন ৮৭৩১৫টি। দ্বিতীয় হয়েছেন কংগ্রেসের মহম্মদ মাসওয়ার আলম, তিনি পেয়েছেন ৫৮৫৮৯টি ভোট। 

Oplus_131072

কোচাধামান কেন্দ্রে ২৩০২১ ভোটে জয় পেয়েছেন মিমের মহম্মদ সারওয়ার আলম, তিনি ভোট পেয়েছেন ৮১৮৬০টি। এই কেন্দ্রে দ্বিতীয় হয়েছেন আরজেডির মুজাহিদ আলম, তাঁর প্রাপ্ত ভোট ৫৮৮৩৯টি। আমৌরে মিমের আখতারুল ইমান জয়ী হয়েছেন ৩৮৯২৮ ভোটে, তাঁর প্রাপ্ত ভোট ১০০৮৩৬টি। এই কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী জেডিইউ এর সাবা জাফর, তিনি পেয়েছেন ৬১৯০৮ ভোট। বাইসি কেন্দ্রে মিমের গোলাম সারওয়ার জয় পেয়েছেন ২৭২৫১ ভোটে, তাঁর প্রাপ্ত ভোট ৯২৭৬৬টি। এই কেন্দ্রে দ্বিতীয় হয়েছেন বিজেপির বিনোদ কুমার, তিনি পেয়েছেন ৬৫৫১৫টি ভোট।

উল্লেখ্য, বিহারে বিজেপিকে সাহায্য করার অভিযোগ তুলে বিরোধীরা মিমকে নিশানা করেছে বহু বার। সেই অভিযোগ নাকচ করে দিয়ে দলটির প্রধান আসাদ উদ্দিন ওয়েইসি গত সেপ্টেম্বরে ইন্ডিয়া জোটে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিহার বিধানসভা নির্বাচনে ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিলে ইন্ডিয়া ব্লকে যোগ দেওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। ওয়েইসি বলেছিলেন, ‘আমার দলের বিহার ইউনিটের প্রধান তেজস্বী যাদবকে বেশ কয়েকটি চিঠি লিখেছেন। শেষ চিঠিতে, ২৪৩-শক্তিশালী বিধানসভার নির্বাচনে এআইএমআইএমকে ছয়টি আসন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’ পরবর্তীতে মিমের সঙ্গে জোট করতে রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা কোনও আগ্রহ দেখাননি।

প্রসঙ্গত, ২০২০ সালে বিধানসভা নির্বাচনে মিম ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যার মধ্যে পাঁচ কেন্দ্রে জয়ী হয়েছিল দলটি। যদিও দু বছর পর বিহার ইউনিটের সভাপতি আখতারুল ইমান ছাড়া, মিম-এর টিকিটে নির্বাচিত সকল বিধায়ক আরজেডিতে যোগ দেন।