Tag Archives: Ananya Manna

ব্যবধান

অনন্যা মান্না

বুকের ভেতর পুরানো হয়ে যাচ্ছে স্থায়ী পরাজয়,

দূর্গম সন্ধিবাসনা খুব সচেতন, লাল হয়ে আছে নিরুদ্দিষ্টের প্রতি।

একটা যথাযথ উত্থান আর উদ্ভ্রান্ত রতির মতো জেগে ওঠে হিংস্র আনন্দ,ভগ্নপ্রায় সুখ!

শুভাশুভ বোলের মাঝে ঘটনার যত ঢং,

মরশুমি গানে চুপ হয়ে যায় প্রচন্ডতা, ভ্রামণিক উপাসনা।

ভক্ত ভগবানের হাওয়াময় ব্যবধানে দাঁড়িয়ে পড়ছি বারবার,

ভিজে প্রার্থনায় রোদেলা হয়ে উঠছে নির্মোক মুক্তি।

একটি নিরালোক সংস্কার

অনন্যা মান্না

সময় নির্ধারিত শব্দে ছিনিয়ে নেয় অনাড়ম্বর প্রয়াগ।

দুয়ারে অবনত বসন্ত, 

কনকাঞ্জলি হয় জারজ অভিজ্ঞানে।

অথৈ সন্ধির পর একটি শুষ্ক বিরান কথাসাহিত্য!

অংসল ক্ষতে ইন্ধন দেয় এক একটি শীতের গান্ধর্ব,

কিভাবে যেন ধীয় জ্ঞানে নিয়মিত হয়ে আসে হাঁড়ি কড়াইয়ের কলহ,

মায়া হয়,অন্ধকার ঘরের গোপনাঙ্গ মনে করে।

কিভাবে সূর্যালোক অধিগ্ৰহণ করার পর থেকে সেজে ওঠে ঘর,অভিশপ্ত হয়ে যায় সেই থেকে।