Supreme Court: ২৭ অক্টোবর শারজিল-উমরদের জামিনের আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে

এই দিনকাল: দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় গুলফিশা ফাতিমা, শারজিল ইমাম, মীরান হায়দার, উমর খালিদ, শিফা-উর-রহমান এবং মোহাম্মদ সেলিম খানের জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৭ অক্টোবর সুপ্রিম কোর্টে (Supreme Court)।

বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে এই মামলাটির শুনানি হতে পারে। ২০২০ সালের দিল্লি দাঙ্গার সঙ্গে সম্পর্কিত মামলাটিতে বেশ কয়েকজন রাজনৈতিক কর্মীকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এর আওতায় অভিযুক্ত করা হয়েছে।

এর আগে, দিল্লি হাইকোর্ট উমর খালিদদের জামিনের আর্জি নাকচ করে দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিযুক্তরা শীর্ষ আদালতে যায়। গত ২ সেপ্টেম্বর, হাইকোর্ট শারজিল ইমাম, উমর খালিদ এবং আরও সাত জনের জামিনের আবেদন খারিজ করে। পাশাপাশি আরেকটি পৃথক বেঞ্চ অপর অভিযুক্ত তসলিম আহমেদের জামিনের আবেদনও খারিজ হয়ে যায়।

দিল্লি পুলিশের তরফে জামিনের আবেদনের বিরোধিতা করে দাবি করা হয়, দাঙ্গা স্বতঃস্ফূর্ত ছিল না বরং ‘অশুভ উদ্দেশ্য এবং সুচিন্তিত ষড়যন্ত্রের সঙ্গে পূর্বপরিকল্পিত’ ছিল। হাইকোর্ট জামিনের আর্জি নাকচ করার সময় পর্যবেক্ষণে জানায় শারজিল ইমাম এবং উমর খালিদের বিরুদ্ধে অভিযোগ ‘গুরুতর’ এবং তাঁরা ‘মুসলিম সম্প্রদায়ের গণসংহতিকে উস্কে দিতে’ ভাষণ দিয়েছিলেন।

সকল অভিযুক্তই বৃহত্তর ষড়যন্ত্র মামলায় সুপ্রিম কোর্টের কাছে জামিনের আর্জি জানিয়েছেন। প্রসঙ্গত, শারজিল ইমামকে ২০২০ সালে গ্রেফতার করা হয়েছিল এবং দিল্লি পুলিশ তাঁকে সহিংসতার পিছনে অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করেছিল।

Leave a Comment