Rape: ‘আইনের ছাত্রী হয়ে আজ আমি নিজেই নির্যাতিতা’, অভিযোগপত্রে লিখলেন কসবা কাণ্ডের তরুণী

এই দিনকাল: কসবার ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণ (Rape) করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত এবং অপরাধের সময় তার সহযোগীরা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। ইতিমধ্যে মূল অভিযুক্ত-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবারই ধৃতদের আদালতে পেশ করা হয়। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, গত ২৫ জুন ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে তরুণীর উপর নৃশংস ভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়। পরদিন অর্থাৎ ২৬ জুন গোটা ঘটনার কথা জানিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। সেই অভিযোগপত্রে তিনি লিখেছেন, ‘আইনের ছাত্রী হয়ে আজ আমি নিজেই নির্যাতিতা। আমি নিজের জন্য বিচার চাইছি। দয়া করে তিন জনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন।’

উল্লেখ্য গত বছর আগস্ট মাসে কলকাতার আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। যে ঘটনা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল৷ কসবা কাণ্ডের পর অনেকে এই ঘটনাকে আরজি কর কাণ্ডের সঙ্গে তুলনা করছেন। ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনায় সরব হয়েছে।

Leave a Comment