এই দিনকাল: মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident) পুরুলিয়ায়। ১৮ নম্বর জাতীয় সড়কের নামশোল এলাকায় শুক্রবার সকালে গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৯ জনের। নিহতরা ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, নিহতরা ঝাড়খণ্ডের নিমডি এলাকার বাসিন্দা। বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তাঁরা। বোলেরো গাড়িতে চেপে তাঁরা এদিন সকালে পুরুলিয়া থেকে বলরামপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের জলা জমিতে উল্টে যায়।
ভয়বহ এই দুর্ঘটনার খবর দেওয়া হয় বলরামপুর থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বোলেরো গাড়ির ভেতর থেকে সকলকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় স্থানীয় বাঁশগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকলকেই মৃত বলে ঘোষণা করেন।