নিসর্গ নির্যাস মাহাতো
ছোটবেলায় বাবার মুখে সিগারেটের গন্ধটা পছন্দ হত না। অগত্যা সময়ে সময়ে দূরে চলে যেতেন বাবা।
কতবার রাগে আছড়ে মেরেছি অ্যাশ ট্রে। ছড়িয়ে পড়ত সিগারেটের শেষ অস্থি গুলি।
সুদূর প্রবাসে নিঝুম রাতে আমার ছাইদানির দিকে তাকালে বুঝতে পারি, বাবা জমাতেন-
স্বপ্ন। দুশ্চিন্তা। হিসাব।
আমার ভবিষ্যৎ।।
(ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক)
সত্যি প্রথম প্রথম পড়ার ইচ্ছে থাকে না কিন্তু একবার পড়লে কি রকম একটা অন্তর্হিত অনুভব মনে সাড়া ফেলে দেই।