বোধের শিকড়

কাজী আজাদ

প্রতিটি স্বার্থপরতা
অন্ধবিশ্বাস
আর গোঁড়ামি
একটি বিন্দুতে গিয়ে শেষ হয়।
যেখানে মুছে যায়
সমস্ত আরোপিত বোধ,
সীমারেখা।
মুছে যায় “তুমি’ ‘আমি’।
জেগে থাকি আমরা
আর আমাদের পৃথিবী।

Leave a Comment