ব্যবধান

অনন্যা মান্না

বুকের ভেতর পুরানো হয়ে যাচ্ছে স্থায়ী পরাজয়,

দূর্গম সন্ধিবাসনা খুব সচেতন, লাল হয়ে আছে নিরুদ্দিষ্টের প্রতি।

একটা যথাযথ উত্থান আর উদ্ভ্রান্ত রতির মতো জেগে ওঠে হিংস্র আনন্দ,ভগ্নপ্রায় সুখ!

শুভাশুভ বোলের মাঝে ঘটনার যত ঢং,

মরশুমি গানে চুপ হয়ে যায় প্রচন্ডতা, ভ্রামণিক উপাসনা।

ভক্ত ভগবানের হাওয়াময় ব্যবধানে দাঁড়িয়ে পড়ছি বারবার,

ভিজে প্রার্থনায় রোদেলা হয়ে উঠছে নির্মোক মুক্তি।

Leave a Comment