NEET UG 2025 Result: নিট ইউজি পরীক্ষায় প্রথম রাজস্থানের মহেশ, পরীক্ষায় বসেছিল ২২ লক্ষের বেশি

এই দিনকাল: প্রকাশিত হল নিট ইউজি পরীক্ষার ফল(NEET UG 2025 Result)। শনিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি সর্ব ভারতীয় এই পরীক্ষার ফল প্রকাশ করে। ২০২৫ সালের নিট ইউজি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে রাজস্থানের মহেশ কুমার। তার প্রাপ্ত নম্বর ৯৯.৯৯ শতাংশ।

চলতি বছরে ৪ মে আয়োজিত হওয়া মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় বসেছিল ২২,০৬,০৬৯ জন পরীক্ষার্থী। দেশের ৫৫২ শহরে এবং দেশের বাইরে ১৪টি জায়গায় মোট ৫৪৬৮ পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভারতের বাইরে যে শহরগুলিতে নিট ইউজি পরীক্ষা আয়োজিত হয়েছে, সেই তালিকায় রয়েছে দোহা, সিঙ্গাপুর এবং কাঠমান্ডু। মোট পরীক্ষার্থীর মধ্যে ১৩.১ লক্ষ ছাত্রী ছিল। ছাত্র ছিল ৯.৬৫ লক্ষ। সর্ব ভারতীয় স্তরে প্রথম স্থানাধিকারী রাজস্থানের মহেশ কুমারের পরে রয়েছে মধ্যপ্রদেশের উৎকর্ষ আওয়াধিয়া এবং মহারাষ্ট্রের কৃষাং যোশী। হনুমানগড়ের বাসিন্দা মহেশ কুমার, সিকারে থাকার সময় নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। শীর্ষ ১০ জনের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে দিল্লি, গুজরাট, পাঞ্জাব এবং মহারাষ্ট্রের জেনারেল ক্যাটেগরির পড়ুয়ারা।

নিট ইউজি পরীক্ষার প্রথম দশের মেধা তালিকায় রয়েছে সবচেয়ে বেশি পরীক্ষার্থী দিল্লির। রাজধানী শহর থেকে তিন পড়ুয়া জায়গা করে নিয়েছে মেধা তালিকায়। এ ছাড়া এই তালিকায় রয়েছে মহারাষ্ট্র এবং গুজরাটের দুজন করে পরীক্ষার্থী। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাব থেকে এক জন করে পরীক্ষার্থী প্রথম দশে রয়েছে। মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দিল্লির আভিকা আগরওয়াল। মেধাতালিকায় পঞ্চম স্থান দখল করেছে সে।

বিভাগ অনুসারে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি পড়ুয়া রেজিস্ট্রেশন করেছে ওবিসি ক্যাটেগরিতে। এ বছর ওবিসি পরীক্ষার্থী ছিল ৯.৪ লক্ষ। তার পরে অসংরক্ষিত ক্যাটেগরিতে ৬.৮৯ লক্ষ পরীক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছিল। এসসি পরীক্ষার্থী ছিল ৩.৩ লক্ষ। ইডব্লিউএস ক্যাটেগরির পরীক্ষার্থী ছিল ১.৫ লক্ষ এবং এসটি ক্যাটেগরির পড়ুয়া ছিল ১.৫ লক্ষ।

এক নজরে নিট ইউজি পরীক্ষায় প্রথম দশের মেধা তালিকা
প্রথম, মহেশ কুমার (রাজস্থান)

দ্বিতীয়, উৎকর্ষ আওয়াধিয়া (মধ্যপ্রদেশ)

তৃতীয়, কৃষাং জোশী (মহারাষ্ট্র)

চতুর্থ, মৃণাল কিশোর ঝা (দিল্লি)

পঞ্চম, আভিকা আগরওয়াল (দিল্লি)

ষষ্ঠ, জেনিল বিনোদভাই ভায়ানি (গুজরাট)

সপ্তম, কেশব মিত্তল (পাঞ্জাব)

অষ্টম, ঝা ভাব্য চিরাগ (গুজরাট)

নবম, হর্ষ কেদাওয়াত (দিল্লি)

দশম, আরভ অগ্রবাল (মহারাষ্ট্র)

Leave a Comment