IIM-Calcutta: আইআইএম-এ ধর্ষণকাণ্ডে অন্তর্বর্তী জামিন পেল অভিযুক্ত

এই দিনকাল: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-কলকাতার (IIM-Calcutta) ক্যাম্পাসে এক মনোবিদকে ধর্ষণের ঘটনায় অন্তর্বর্তীকালীন জামিন পেল অভিযুক্ত ছাত্র। শনিবার আলিপুর কোর্ট অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে।

আলিপুর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ছাত্রকে ৫০,০০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছেন। পাশাপাশি অভিযুক্তকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের অনুমতি ছাড়া রাজ্য ছেড়ে না যাওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক। উল্লেখ্য, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ওই মহিলা এফআইআরে অভিযোগ করেছেন, অভিযুক্ত ছাত্র তাঁকে কাউন্সেলিং এর জন্য হোস্টেলে ডেকেছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে তিনি হস্টেলে এসেছিলেন। কিন্তু অভিযোগ, সেখানে তাঁকে ধর্ষণ করা হয়।

সরকারি আইনজীবী এদিন জুডিশিয়াল রিমান্ডের জন্য আবেদন করেন। আদালতে তিনি যুক্তি দেন, প্রাথমিক পর্যায়ে অভিযুক্তকে জামিন দেওয়া হলে মামলার তদন্ত বিঘ্নিত হবে। প্রসঙ্গত, গত ১১ জুলাই হরিদেবপুর থানায় মহিলার দায়ের করা এফআইআরের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তখন থেকেই লি পড়ুয়া পুলিশ হেফাজতে রয়েছে। এদিন অভিযুক্তের জামিনের আবেদন করে তার আইনজীবী আদালতে বলেন, অভিযোগকারী তার বয়ান রেকর্ড করার জন্য ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হননি। শুধু তাই নয়, অভিযোগকারীর মেডিকো-লিগ্যাল পরীক্ষা করা হয়নি বলে তিনি আদালতে জানান।

Leave a Comment