ঊষা লগ্নে আশা

দু’চোখে স্বপ্ন আর নির্ভীকতাকে সম্বল করে যাত্রা শুরু করেছে ‘এই দিনকাল’। এই যাত্রায় পাঠকের ভালবাসাই আমাদের পাথেয়। আপনাদের কাছে বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক, বিশ্লেষণ মূলক সংবাদ তুলে ধরাই স্থির লক্ষ্য আমাদের। কাকদ্বীপ থেকে কাশ্মীর, বাংলাদেশ থেকে প্যালেস্টাইন, নওশাদ সিদ্দিকি থেকে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মহম্মদ সেলিম, সব দিকের খবর আর খবরের সবদিকে নজর থাকবে আমাদের। সাহিত্যপ্রেমী পাঠকদের জন্য এই দিনকালে থাকছে কবিতা, গল্প, প্রবন্ধ সম্বলিত পৃথক বিভাগ। সিনেপ্রেমীদের জন্যও থাকছে বিনোদন বিভাগ।

আপনারা সঙ্গে থাকলে এই চলার পথ মসৃণ হবে, এটুকুই বিশ্বাস।

Leave a Comment