এই দিনকাল: মেয়েকে ধর্ষণ করে শ্রীঘরে বাবা। টানা তিন বছর ধরে নাবালিকা মেয়েকে ধর্ষণ (Rape) করার অভিযোগ বাবার বিরুদ্ধে। নৃশংস এই ঘটনায় বৃহস্পতিবার ওই ব্যক্তিকে যতদিন না মৃত্যু হচ্ছে ততদিন পর্যন্ত কারাগারে থাকার নির্দেশ দিয়েছে আদালত। তাকে তিন বার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। ঘটনাটি ঘটেছে কেরলে।
জানা গিয়েছে, কেরলের করিমানুরের কাছে এক ভাড়া বাড়িতে থাকত ওই পরিবার। সেখানে শিশুটিকে তিন বছর ধরে ধর্ষণ করে তার বাবা। শিশুকন্যার পাঁচ বছর বয়স থেকে আট বছর পর্যন্ত টানা ৩৬ মাস ধরে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। আইনজীবী শিজোমন জোসেফ জানিয়েছেন, ইডুক্কি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের বিচারক মঞ্জু ভি ওই ব্যক্তির সাজা ঘোষণা করেছেন। তাকে পকসো আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য মৃত্যু পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। নির্যাতিতা নাবালিকাকে দেওয়ার জন্য আদালত দোষী ব্যক্তির তিন লক্ষ টাকা জরিমানাও করেছে। বিচারক নির্দেশ দিয়েছেন, দোষী ব্যক্তি জরিমানা যদি না দিতে পারে তবে সেক্ষেত্রে তাকে আরও অতিরিক্ত ছয় বছর কারাগারে থাকতে হবে। এছাড়াও আদালত জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, শিশুটিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য।
ঠিক কী ভাবে প্রকাশ্যে আসল গোটা ঘটনা? আইনজীবী জানিয়েছেন, ২০২০ সালে শিশুটির তখন আট বছর বয়স, সেই সময় ক্রমাগত পেট ব্যথায় ভুগছিল সে। চিকিৎসাও করা হচ্ছিল তার। ঘটনাক্রমে একদিন তার মায়ের কাছে জানতে চায় তার বাবা তার সঙ্গে যে অপকর্ম করে সে কারণে তার পেটে ব্যথা হচ্ছে কিনা। এর পর শিশুটির মা মেয়ের সঙ্গে কথা বলে গোটা ঘটনার কথা জানতে পারেন।