Sushila Karki: বলেন্দ্র নয়, নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি

এই দিনকাল: নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন সে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি (Sushila Karki)। শুক্রবার নেপালের রাষ্ট্রপতির কার্যালয়ের তরফে সুশীলার নাম ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা মত এদিন রাত ৯ টায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। তবে বিদ্রোহীদের অনেকে যেমন সুশীলা কার্কিকে চেয়েছিলেন, তেমন একাংশ দেশের প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছিলেন জনপ্রিয় গায়ক বলেন্দ্র শাহকে। তবে শেষমেশ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দেশটির প্রধানমন্ত্রী হলেন সুশীলা। তাৎপর্যপূর্ণ হল বলেন্দ্র নিজেই সরকার প্রধান হিসেবে সুশীলার পক্ষে সওয়াল করেছিলেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস তৈরি করলেন কার্কি। এদিন তাঁর অন্তর্বর্তীকালীন সরকারে একটি ছোট মন্ত্রিসভা গঠন করা হবে। শুক্রবার রাতেই সেই মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে খবর। সূত্রের খবর, মন্ত্রিসভা ফেডারেল পার্লামেন্ট এবং সাতটি প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারে।

উল্লেখ্য, সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা এবং দুর্নীতিকে কেন্দ্র করে কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয় নেপাল। সেদেশের ছাত্র ও তরুণদের দ্বারা পরিচালিত তিন দিনের বিক্ষোভের পর, বুধবার বিক্ষোভকারীরা পরবর্তী নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কার্কি এবং বলেন্দ্র শাহের নাম সামনে আনেন। বিক্ষোভকারীদের মধ্যে নাম নিয়ে সংঘাত তৈরি হয়। শুক্রবার ভোটাভুটির ভিত্তিতে সুশীলার নাম চূড়ান্ত করেন তারা। প্রসঙ্গত, সুশীলা কার্কি ২০১৬ সালে প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন। তিনি ছিলেন নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। তৎকালীন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী তাঁকে নিয়োগ করেছিলেন। আবার বিদ্যাদেবী ছিলেন নেপালের ইতিহাসে প্রথম মহিলা রাষ্ট্রপতি।

Leave a Comment