১৭ জুন কলেজে ভর্তির পোর্টালের সূচনা করবেন শিক্ষামন্ত্রী, আবেদন কবে থেকে?

এই দিনকাল: আগামী ১৭ জুন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির (College Admission) জন্য পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করা হবে। সূচনা করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। আনুষ্ঠানিক ভাবে পোর্টালের সূচনা হওয়ার পর দিন থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে। 

উচ্চ শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, চলতি জুন মাসের ১৭ তারিখে কেন্দ্রীয়ভাবে অ্যাডমিশন পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর পর ১৮ জুন দুপুর ২টো থেকে রেজিস্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া করা যাবে। যা চলবে ১ জুলাই পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ জুলাই মেধা তালিকা ও কলেজ ভিত্তিক বিভিন্ন কোর্স-এর তালিকা প্রকাশ করা হবে। তার পর ৬ থেকে ১২ জুলাই যে আসন গুলি অ্যালার্ট করা হবে তার ওপর নির্ভর করে ভর্তি প্রক্রিয়া চলবে। আর নতুন সেমেস্টারে ক্লাস শুরু হবে ১ আগস্ট থেকে।

তবে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ভাবে ভর্তি প্রক্রিয়া প্রযোজ্য হবে না বলে জানিয়ে দিয়েছে উচ্চ শিক্ষা দফতর। এই তালিকায় রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। অনলাইনে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য ছাত্র ছাত্রীরা বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে সহযোগিতা পাবে বলে জানানো হয়েছে। এক জন পড়ুয়া সর্বোচ্চ ২৫ টি কোর্সের জন্য আবেদন করতে পারবে।

Leave a Comment