Category Archives: Uncategorized

Fire: বাংলাদেশে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৯ জনের

এই দিনকাল: বাংলাদেশে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। পুড়ে দগ্ধ হয়ে মৃত্যু হল কম করে নয় জনের। মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানায় এই ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। তবে কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ভয়াবহ আগুনের গ্রাসে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে নয় জনের। স্থানীয়রা আগুন দেখতে তড়িঘড়ি দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলে কর্মীরা। কার্যত জতুগৃহে পরিণত হওয়া পোশাক কারখানা থেকে দমকল কর্মীরা ৯টি মৃতদেহ উদ্ধার করেন।

মঙ্গলবার বিকেলে দমকল বাহিনীর মিডিয়া সেলের আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডে নয় জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পোশাক কারখানা থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। ওই আধিকারিক বলেন, পোশাক কারখানার পাশেই ছিল রাসায়নিকের গুদাম। ফলে সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মজুত করে রাখা রাসায়নিক ব্লিচিং পাউডার, হাইড্রোজেন পার–অক্সাইড থেকে ক্ষতিকর গ্যাস তৈরি হয়েছে, মানুষগুলোর মৃত্যুর পিছনে এটিও একটি কারণ হতে পারে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১২টি ইঞ্জিন কাজ করছে বলে জানানো হয়েছে।