Category Archives: বাংলাদেশ

Bangladesh General Election: বাংলাদেশে সাধারণ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, নির্ঘন্ট ঘোষণা কমিশনের, ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ

এই দিনকাল: বহু প্রতীক্ষার পর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের (Bangladesh General Election) দিনক্ষণ ঘোষণা করল সে দেশের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ আসনে ভোট গ্রহণ হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নেও গণভোট আয়োজিত হবে। নাসির উদ্দীন জানান, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। এর পর মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং আধিকারিকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে ১১ জানুয়ারি। এর পর ১২ থেকে ১৮ জানুয়ারি আপিলের নিষ্পত্তি হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। সাধারণ নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ জানুয়ারি। ওই দিনেই প্রতীক বরাদ্দ করা হবে। কমিশন জানিয়েছে, ২২ জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার শুরু করতে পারবে। যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে খবর, বর্তমানে সে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লক্ষের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যলটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নাসির উদ্দীন জানান, ইতিমধ্যে তিন লক্ষের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন ভোট দেওয়ার জন্য। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পড়ে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরেই ৮ আগস্ট মুহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ইউনুস দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় বাংলাদেশের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল।

অন্যদিকে, আসন্ন এই নির্বাচনে অংশ নিতে পারবে না শেখ হাসিনার দল আওয়ামী লীগ (Awami League)। কারণ দলটির নিবন্ধন স্থগিত করেছে সে দেশের নির্বাচন কমিশন। কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলিই কেবল দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত দল রয়েছে বিএনপি-সহ ৫৬টি। তবে কেউ চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন।

Bangladesh Pakistan Relations: ঢাকা ও করাচির মধ্যে বিমান পরিষেবা, বাংলাদেশিদের পাক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, দু’দেশের মধ্যে দৃঢ় হচ্ছে সংযোগ

এই দিনকাল: বদলের বাংলাদেশে আরও দৃঢ় হচ্ছে ঢাকা ও পাকিস্তানের (Bangladesh Pakistan Relations) মধ্যে সম্পর্ক। আগামী ডিসেম্বর থেকে দুই দেশের মধ্যে চালু হতে চলেছে বিমান পরিষেবা। এর ফলে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বাণিজ্য আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি পড়ুয়াদের পড়ার সুযোগ বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে। 

বেশ কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল। সূত্রের খবর, আগামী ডিসেম্বর থেকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি এই বিমান চলাচল শুরু হতে চলেছে। সপ্তাহে তিনটি করে বিমান চালানো হবে বলে সূত্রের দাবি। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। বুধবার লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিমান চলার বিষয়টি জানান। হাইকমিশনার ইকবাল হুসেইন খান বলেন, বাংলাদেশ ও পাকিস্তান– উভয় দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া ইতিমধ্যে সহজ করা হয়েছে। তিন থেকে চার দিনের মধ্যে ভিসা দেওয়া হবে। এর ফলে দুই দেশের মধ্যে মানুষের আসা-যাওয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি মালবাহী জাহাজ চলবে। খুব শীঘ্রই সেই পরিষেবা শুরু হবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি মালবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তার পরেও বাণিজ্যিক চাহিদা মেটাতে তা নিয়মিত করার পরিকল্পনা চলছে। এ ছাড়া শিক্ষা ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ইকবাল হুসেইন। তিনি জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন বাংলাদেশে শীঘ্রই একটি প্রতিনিধিদল পাঠাবে। যে টিমে থাকবেন ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। এই প্রতিনিধিদলের উদ্দেশ্য, আরও বেশি বাংলাদেশি পড়ুয়াকে পাকিস্তানে পড়াশোনা করার জন্য উদ্বুদ্ধ করা।

Earthquake: বাংলাদেশে নরসিংদীতে ভূমিকম্পে মৃত বেড়ে ৫

এই দিনকাল: জোরালো ভূমিকম্পের (Earthquake) জেরে বাংলাদেশের নরসিংদী সদর, পলাশ ও শিবপুর উপজেলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। শুক্রবার সকালে হওয়া এই ভূমিকম্পের জেরে জখম হয়েছে শতাধিক। প্রসঙ্গত, এদিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল নরসিংদী। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। 

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মৃত ব্যক্তিদের নাম দেলোয়ার হোসেন (৩৭) ও তাঁর ছেলে ওমর ফারুক (৯), তাঁরা সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার বাসিন্দা। মৃত্যু হয়েছে নাসির উদ্দীন (৬৫) নামের এক ব্যক্তির। তিনি পলাশের ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামের নয়াপাড়া এলাকার বাসিন্দা।নিহতদের মধ্যে রয়েছেন চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামের পশ্চিমপাড়া এলাকার কাজম আলী ভূঁইয়া (৭৫) এবং শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের ফোরকান মিয়া (৩৫)।

ভূমিকম্পের ফলে বাড়ির ছাদ ভেঙে পড়ে গুরুতর জখম হন দেলোয়ার ও ওমর ফারুক। পরে তাঁদের মৃত্যু হয়। নাসির উদ্দীন ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জোরালো কম্পনের ফলে মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় কাজম আলীর।

উল্লেখ্য শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। বাংলাদেশের পাশাপাশি কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায়। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তরফে দাবি করা হয়েছে, এদিনের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।

Sheikh Hasina: ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে কি হস্তান্তর করবে ভারত?

এই দিনকাল: জুলাই গণহত্যাকাণ্ডে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) মৃত্যদণ্ডের সাজা শুনিয়েছে সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার, অর্থাৎ ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল এই সাজা শুনিয়েছে। হাসিনার পাশাপাশি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও। হাসিনার শাসনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তাঁকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। কিন্তু ফাঁসির সাজাপ্রাপ্ত মুজিবকন্যা বর্তমানে ভারতে আশ্রয়ে রয়েছেন। নয়াদিল্লি তাঁকে ইউনুস সরকারের হাতে তুলে দেবে কিনা তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে ঢাকা বলেছে, ‘মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনও দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।’

এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা সব সময় সব অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।’

উল্লেখ্য, ১৭ নভেম্বর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাসিনা-সহ তিন জনের সাজা ঘোষণা করে। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় রায় পড়া শুরু করেন বিচারপতি। ২টা ৫৪ মিনিটে রায় পড়া শেষ হয়। যে তিন জনের বিরুদ্ধে এদিন ট্রাইব্যুনাল রায় দিয়েছে তার মধ্যে দুজন অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান পলাতক। দুজনই বর্তমানে ভারতে রয়েছেন। অপর অভিযুক্ত চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আগেই গ্রেফতার হয়েছেন। তিনি নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। সে কারণেই তাঁর শাস্তি লাঘব করে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তাঁর জবানবন্দিতে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তৎকালীন প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন আব্দুল্লাহ আল মামুনকে। তদন্তে জানা গিয়েছে, শেখ হাসিনার নির্দেশে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ, নিরস্ত্র দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছিল। পুলিশের দমন পীড়নে জখম হয়েছিলেন প্রায় ৩০ হাজার মানুষ।

প্রসঙ্গত, ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে ভারতেই রয়েছেন তিনি। হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়ে আগেও মহম্মদ ইউনুস সরকারের তরফে নয়াদিল্লিকে চিঠি লেখা হয়েছিল। যদিও ভারত এ বিষয়ে কিছু জানায়নি।

Human Bite: বাকিতে সিগারেট না দেওয়ার জের, দোকানদারের কান কামড়ে ছিঁড়ে নিল যুবক

এই দিনকাল: বাকিতে সিগারেট চেয়েছিল। কিন্তু তা দিতে অস্বীকার করায় দোকানদারকে কামড়ে (Human Bite) কান ছিঁড়ে নিল এক যুবক। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। আহত দোকানদারকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, জখম দোকানদারের নাম আমানুজ্জামান। দৌলতপুরের সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে তাঁর দোকান রয়েছে। সোমবার সকালে তাঁর দোকানে আসে সুমন হোসেন নামের ২০ বছর বয়সী এক যুবক। দোকানদারের কাছে বাকিতে সিগারেট চায় সে। কিন্তু আমানুজ্জামান বাকিতে সিগারেট দিতে অস্বীকার করেন। শুধু তাই নয় ওই যুবকের ইতিমধ্যে দোকানে বাকি রয়েছে। সে কারণে দোকানদার বকেয়া টাকা পরিশোধ করতে বলেন। আর তখনই দুজনের মধ্যে বচসা তৈরি হয়। অভিযোগ, সেই সময় সুমন প্রথমে ধারালো অস্ত্র দিয়ে দোকানদারকে আঘাত করার চেষ্টা করে। কিন্তু তাতে ব্যর্থ হওয়ার পরে আচমকা দোকানদারের ডান কানে কামড় বসিয়ে দেয়। ফলে ছিঁড়ে যায় সেটি। এর ঘটনাস্থল পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয় লোকজন জখম আমানুজ্জামানকে তড়িঘড়ি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে ভর্তি করেন। গোটা ঘটনার কথা জানিয়ে মঙ্গলবার পুলিশে অভিযোগ দায়ের করে জখম দোকানদারের পরিবার।

আমানুজ্জামানের বড় ভাই নাজমুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, তাঁরা আসামি ধরার চেষ্টা চালাচ্ছেন।

ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে ‘ভুল বোঝাবুঝি’ মেটাতে চান শেখ হাসিনার বোনঝি টিউলিপ

এই দিনকাল: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চান শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছে। সূত্রের খবর, ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ‘ভুল–বোঝাবুঝির’ অবসান করতে চান টিউলিপ।

আগামী সপ্তাহে ব্রিটেন সফরে যাবেন মহম্মদ ইউনুস। সেই সফরকালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন প্রাক্তন ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিক। উল্লেখ্য শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় বাংলাদেশে টিউলিপ এবং তাঁর মা শেখ রেহানা প্রভাব খাটিয়ে ৭ হাজার ২০০ বর্গফুটের প্লট নিয়েছেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ।

মহম্মদ ইউনুসকে লেখা চিঠিতে টিউলিপ লিখেছেন, ‘আমি যুক্তরাজ্যের নাগরিক। লন্ডনে জন্মেছি। এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে। তবে এটা সেই দেশ নয়, যেখানে আমি জন্মেছি, বসবাস করেছি বা নিজের পেশাজীবন গড়ে তুলেছি।’ তিনি আরও লিখেছেন, ‘এ বিষয়টি আমি দুর্নীতি দমন কমিশনের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম। কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহ দেখায়নি। তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠি পাঠাচ্ছে।’ যদিও চিঠি পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমরা টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাইনি।

আগামী বছর এপ্রিলেই হবে বাংলাদেশে নির্বাচন, জানিয়ে দিলেন ইউনুস

এই দিনকাল: আগামী বছর এপ্রিল মাসের প্রথমার্ধেই হবে বাংলাদেশে সাধারণ নির্বাচন। শুক্রবার এমনটাই জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ কথা জানান তিনি।

মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপি-সহ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল ও ব্যক্তি নির্বাচনের দাবিতে সরব হয়েছিলেন। তারা দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের প্রাথমিক সময় জানিয়ে দিলেন সেদেশের সরকারের প্রধান। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মহম্মদ ইউনুস বলেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচনসংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।’

নির্বাচনের কবে হবে সেই আভাস দেওয়ার পাশাপাশি শুক্রবার পূর্ববর্তী হাসিনা সরকারকেও নিশানা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি বলেন, একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল ত্রুটিপূর্ণ নির্বাচনপ্রক্রিয়ায় বারবার ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে। এ ধরনের নির্বাচনের মাধ্যমে যে মানুষের আস্থা অর্জন করা যায় না তা এদিন মনে করিয়ে দেন তিনি।