Category Archives: বাংলাদেশ

Human Bite: বাকিতে সিগারেট না দেওয়ার জের, দোকানদারের কান কামড়ে ছিঁড়ে নিল যুবক

এই দিনকাল: বাকিতে সিগারেট চেয়েছিল। কিন্তু তা দিতে অস্বীকার করায় দোকানদারকে কামড়ে (Human Bite) কান ছিঁড়ে নিল এক যুবক। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। আহত দোকানদারকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, জখম দোকানদারের নাম আমানুজ্জামান। দৌলতপুরের সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে তাঁর দোকান রয়েছে। সোমবার সকালে তাঁর দোকানে আসে সুমন হোসেন নামের ২০ বছর বয়সী এক যুবক। দোকানদারের কাছে বাকিতে সিগারেট চায় সে। কিন্তু আমানুজ্জামান বাকিতে সিগারেট দিতে অস্বীকার করেন। শুধু তাই নয় ওই যুবকের ইতিমধ্যে দোকানে বাকি রয়েছে। সে কারণে দোকানদার বকেয়া টাকা পরিশোধ করতে বলেন। আর তখনই দুজনের মধ্যে বচসা তৈরি হয়। অভিযোগ, সেই সময় সুমন প্রথমে ধারালো অস্ত্র দিয়ে দোকানদারকে আঘাত করার চেষ্টা করে। কিন্তু তাতে ব্যর্থ হওয়ার পরে আচমকা দোকানদারের ডান কানে কামড় বসিয়ে দেয়। ফলে ছিঁড়ে যায় সেটি। এর ঘটনাস্থল পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয় লোকজন জখম আমানুজ্জামানকে তড়িঘড়ি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে ভর্তি করেন। গোটা ঘটনার কথা জানিয়ে মঙ্গলবার পুলিশে অভিযোগ দায়ের করে জখম দোকানদারের পরিবার।

আমানুজ্জামানের বড় ভাই নাজমুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, তাঁরা আসামি ধরার চেষ্টা চালাচ্ছেন।

ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে ‘ভুল বোঝাবুঝি’ মেটাতে চান শেখ হাসিনার বোনঝি টিউলিপ

এই দিনকাল: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চান শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছে। সূত্রের খবর, ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ‘ভুল–বোঝাবুঝির’ অবসান করতে চান টিউলিপ।

আগামী সপ্তাহে ব্রিটেন সফরে যাবেন মহম্মদ ইউনুস। সেই সফরকালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন প্রাক্তন ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিক। উল্লেখ্য শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় বাংলাদেশে টিউলিপ এবং তাঁর মা শেখ রেহানা প্রভাব খাটিয়ে ৭ হাজার ২০০ বর্গফুটের প্লট নিয়েছেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ।

মহম্মদ ইউনুসকে লেখা চিঠিতে টিউলিপ লিখেছেন, ‘আমি যুক্তরাজ্যের নাগরিক। লন্ডনে জন্মেছি। এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে। তবে এটা সেই দেশ নয়, যেখানে আমি জন্মেছি, বসবাস করেছি বা নিজের পেশাজীবন গড়ে তুলেছি।’ তিনি আরও লিখেছেন, ‘এ বিষয়টি আমি দুর্নীতি দমন কমিশনের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম। কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহ দেখায়নি। তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠি পাঠাচ্ছে।’ যদিও চিঠি পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমরা টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাইনি।

আগামী বছর এপ্রিলেই হবে বাংলাদেশে নির্বাচন, জানিয়ে দিলেন ইউনুস

এই দিনকাল: আগামী বছর এপ্রিল মাসের প্রথমার্ধেই হবে বাংলাদেশে সাধারণ নির্বাচন। শুক্রবার এমনটাই জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ কথা জানান তিনি।

মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপি-সহ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল ও ব্যক্তি নির্বাচনের দাবিতে সরব হয়েছিলেন। তারা দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের প্রাথমিক সময় জানিয়ে দিলেন সেদেশের সরকারের প্রধান। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মহম্মদ ইউনুস বলেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচনসংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।’

নির্বাচনের কবে হবে সেই আভাস দেওয়ার পাশাপাশি শুক্রবার পূর্ববর্তী হাসিনা সরকারকেও নিশানা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি বলেন, একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল ত্রুটিপূর্ণ নির্বাচনপ্রক্রিয়ায় বারবার ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে। এ ধরনের নির্বাচনের মাধ্যমে যে মানুষের আস্থা অর্জন করা যায় না তা এদিন মনে করিয়ে দেন তিনি।