Mehul Choksi: আর্থিক অপরাধে অভিযুক্ত পলাতক মেহুল চোকসিকে ফেরানো যাবে ভারতে, বড় সিদ্ধান্ত বেলজিয়াম আদালতের

এই দিনকাল: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঋণ জালিয়াতি মামলায় অভিযুক্ত তথা হীরে ব্যবসায়ী পলাতক মেহুল চোকসির (Mehul Choksi) ভারতে প্রত্যর্পণে আর বাধা রইল না। দেশ ছেড়ে পালানো আর্থিক অপরাধে অভিযুক্তকে ভারতে ফেরানোর অনুমতি দিয়েছে বেলজিয়ামের আদালত। ভারতে আসা ঠেকাতে আদালতে নানান যুক্তি দিয়েছিলেন চোকসি। অবশেষে তাঁর আর্জি নাকচ করে বিচারক জানিয়ে দিয়েছেন, ভারতে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাই তাঁকে ভারতের বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে। শুধু তাই নয় মেহুল যে বেলজিয়ামে এক জন বিদেশি, তাও মনে করিয়ে দিয়েছে আদালত।

মেহুল সংক্রান্ত মামলায় বেলজিয়াম আদালতের এই সিদ্ধান্ত ভারত সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ভারতের তরফে ২০১৮ সাল থেকে চোকসিকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। ১৩,৫০০ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ রয়েছে তাঁর এবং নীরব মোদীর বিরুদ্ধে। বেলজিয়ামের আদালতে চোকসি দাবি করেন, তিনি ভারতে সুবিচার পাবেন না এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। যদিও বুধবার চোকসির যুক্তি খারিজ করেছেন বিচারক। বেলজিয়ামের আদালতে তাঁর যুক্তি, রাজনৈতিক কারণে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি তাঁকে ‘অন্যায়ভাবে লক্ষ্যবস্তু’ করছে। যদি তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয় তবে তাঁর নিরাপত্তা বিঘ্নিত হবে। তিনি আরও দাবি করেন, তদন্ত ‘মিডিয়ার চাপে’ প্রভাবিত হয়েছে। ভারতীয় কারাগারগুলি আন্তর্জাতিক মানবাধিকারের মান পূরণ করে না বলে অভিযোগ করেন চোকসি। চোকসির আইনজীবী আদালতে যুক্তি দেন, অ্যান্টিগুয়ান নাগরিক হিসেবে (দ্বৈত নাগরিকত্ব) এবং তাঁর চিকিৎসার জন্য তাঁকে প্রত্যর্পণ থেকে অব্যাহতি দেওয়া উচিত। আদালতে বলা হয়, হেফাজতে তাঁর চিকিৎসা সম্পর্কে ‘বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে ব্যর্থ হয়েছে’ ভারত।

তবে আদালত এই যুক্তিগুলিকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। বিচারক উল্লেখ করেছেন, ভারত যথাযথ আইনি প্রক্রিয়া, চিকিৎসা সেবা এবং আটকের শর্ত সম্পর্কে বিস্তারিত কূটনৈতিক আশ্বাস জমা দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, চোকসি ভারতে ফিরে আসার পর রাজনৈতিক নির্যাতন বা অন্যায় আচরণের মুখোমুখি হবেন, এমন কোনও প্রমাণ নেই।

উল্লেখ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অর্থ কেলেঙ্কারি প্রকাশের ঠিক আগে ভারত থেকে পালিয়ে যান মেহুল চোকসি। কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকে বিদেশে বসবাসকারী চোকসিকে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা এবং অর্থ পাচারের অভিযোগে দুই সংস্থার ওয়ান্টেড তালিকায় রয়েছেন চোকসি।

Leave a Comment