এই দিনকাল: মর্মান্তিক বিপর্যয় অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে (Sri Venkateswara Swamy Temple)। শনিবার ধর্মস্থানে পদপিষ্ট (Stampede) হয়ে কম করে নয় জন ভক্তের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (Chief Minister N. Chandrababu Naidu)।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, কার্তিক মাসের ‘একাদশী’ উপলক্ষে মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয় এদিন। রিপোর্ট অনুসারে ওই মন্দিরের ধারণ ক্ষমতা প্রায় ২০০০ লোকের। কিন্তু হঠাৎ করে প্রায় ২৫,০০০ ভক্ত জড়ো হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেখানে হুড়োহুড়ি শুরু হয়, তার জেরে এই পদপিষ্টের ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনার জন্য মন্দির কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলেছেন। তিনি অভিযোগ করেন, মন্দির কর্তৃপক্ষ এদিনের অনুষ্ঠান সম্পর্কে পুলিশ বা স্থানীয় প্রশাসনকে কিছুই জানায়নি। শ্রী সত্য সাই জেলায় এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এ বিষয়ে নাইডু বলেন, ‘দুর্ভাগ্যবশত, আয়োজকরা পুলিশ বা স্থানীয় প্রশাসনকে অনুষ্ঠান সম্পর্কে জানায়নি। যদি তারা আমাদের জানাত, তাহলে আমরা পুলিশি নিরাপত্তা দিতাম এবং ভিড় নিয়ন্ত্রণ করতাম। এই সমন্বয়হীনতার কারণে নয় জন প্রাণ হারিয়েছেন এবং পাঁচ জন আহত হয়েছেন।’
মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, ‘সরকার নিশ্চিত করতে চায় একটিও প্রাণহানি যাতে না হয়, তবে বেসরকারি অনুষ্ঠানের সময় এই ধরণের ঘটনা ঘটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ এই ঘটনায় নাইডু শোক প্রকাশ করেছেন। রাজভবন থেকে পোস্ট করা এক বার্তায় রাজ্যপাল এস আব্দুল নাজির এই দুর্ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসনকে উদ্ধারকাজ ও চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মর্মান্তিক এই ঘটনার পর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।