Spying for ISI: অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার নৌসেনা কর্মী

এই দিনকাল: নৌসেনার (Navy) এক কর্মীকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি (Spying for ISI) করার অভিযোগে গ্রেফতার করল পুলিশ। দিল্লিতে নৌবাহিনীর সদর দফতর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে বছরের পর বছর ধরে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয় অপারেশন সিঁদুরের সময়ও সংবেদনশীল তথ্য পাচার করেছে বলে অভিযোগ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিশাল যাদব।তার মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা। জানা গেছে টাকার বিনিময়ে নৌবাহিনী এবং অন্যান্য প্রতিরক্ষা ইউনিট সম্পর্কিত গোপনীয় তথ্য পাকিস্তানি এক মহিলা হ্যান্ডলারকে সরবরাহ করেছিলেন বিশাল যাদব। হরিয়ানার বাসিন্দা বিশাল যাদব নৌ সদর দফতরে একজন কেরানি হিসেবে কর্মরত ছিলেন। তাকে রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা গ্রেফতার করেছে। পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক বিষ্ণুকান্ত গুপ্ত এ বিষয়ে বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলি যে গুপ্তচরবৃত্তির কার্যকলাপ চালাচ্ছে রাজস্থানের সিআইডি তা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে। নজরদারি চালানোর সময় গোয়েন্দারা লক্ষ্য করেন, বিশাল যাদব সমাজ মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একজন মহিলা হ্যান্ডলারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন।

পুলিশ আধিকারিক আরও জানান, যে মহিলার সঙ্গে যাদব যোগাযোগ রাখতেন তিনি নিজেকে প্রিয়া শর্মা বলে পরিচয় দিতেন। গুরুত্বপূর্ণ গোপন তথ্য যাদবের কাছ থেকে পেতেন ওই মহিলা। আর এ জন্য যাদবকে টাকা দিতেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গেছে বিশাল যাদব অনলাইন গেম খেলায় আসক্ত ছিলেন। এই গেম খেলায় তার আর্থিক ক্ষতি মেটাতে অর্থের প্রয়োজন ছিল। বিশাল যাদব গ্রেফতার হওয়ার পর এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment