এই দিনকাল: ভারত বিদ্বেষী আসিম মুনিরকে বড় দায়িত্ব দিল পাকিস্তান (Pakistan)। শাহবাজ শরিফ সরকার (Shehbaz Sharif government) আনুষ্ঠানিকভাবে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান বা চিফ অফ ডিফেন্স ফোর্স (সিডিএফ) হিসেবে নিযুক্ত করেছে। এটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেশের শক্তিশালী সামরিক পদ। শরিফ সরকারের এই সিদ্ধান্তের ফলে পাঁচ বছরের জন্য মুনির তিন বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির অফিসের তরফে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানানো হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মুনিরকে সেনাবাহিনীর প্রধান (সিওএএস) এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) উভয় পদের জন্য সুপারিশ করেছিলেন। রাষ্ট্রপতি তা অনুমোদন করেছেন।
চিফ অফ ডিফেন্স ফোর্সেস পদটি কেবল তিন শাখার (সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী) প্রধান নয়, বরং ন্যাশনাল স্ট্র্যাটেজিক কম্যান্ডের দেখভালেরও দায়িত্ব এই পদাধিকারীর। যা দেশটির পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা করে। বিশেষজ্ঞদের মতে, এই কারণে মুনির একাই দেশটির সবচেয়ে শক্তিশালী সামরিক ব্যক্তিত্ব। রিপোর্ট অনুসারে, নতুন পদটি মুনিরকে দেশের রাষ্ট্রপতির সমতুল্য আইনি সুরক্ষাও দিয়েছে। রাষ্ট্রপতির মতো ফিল্ড মার্শালকেও যেকোনও আইনি মামলা থেকে আজীবন দায়মুক্তি দেবে। বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানরাও এই সুবিধা পেয়ে থাকে। যদি মেয়াদ শেষে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে তিনি বলেন, তিনি পুনরায় নিযুক্ত হতে চান, তাহলে সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
পর্যবেক্ষকদের মতে, এই সংশোধনী পাকিস্তানের সেনাবাহিনীর উপর সে দেশের সরকারের প্রভাব কমাবে। পাকিস্তানি মিডিয়া রিপোর্ট অনুসারে, সিডিএফ এখন থেকে সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ (ভিসিওএএস) পদে নিয়োগের সুপারিশ করার ক্ষমতা পাবে। যদিও পরে তা ফেডারেল সরকারের তরফে অনুমোদন করতে হবে। এর আগে, এই নিয়োগগুলি করার জন্য বিশেষাধিকার ছিল সরকারের।