Special Intensive Revision: পশ্চিমবঙ্গের সঙ্গে আর কোন কোন রাজ্যে হবে এসআইআর? চলতি মাসেই প্রকাশ হবে নির্ঘন্ট

এই দিনকাল: একাধিক দফায় গোটা দেশজুড়ে হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (Special Intensive Revision) বা এসআইআর। ভারতের নির্বাচন কমিশন পর্যায়ক্রমে ভোটার তালিকায় এই সমীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে, এমনটাই খবর সূত্রের। রিপোর্ট অনুসারে, কমিশন চলতি অক্টোবর মাসে দেশজুড়ে এসআইআরের প্রথম পর্যায়ের নির্ঘন্ট ঘোষণা করতে পারে। সূত্রের খবর, প্রথম পর্যায়ে, অসম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা এবং পশ্চিমবঙ্গ-সহ প্রায় ১০টি রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে।

দেশজুড়ে এসআইআর প্রস্তুতি পর্যালোচনায় চিফ ইলেক্টোরাল অফিসার বা সিইওদেরকে নিয়ে দুই দিনের সম্মেলন হচ্ছে। সেই সম্মেলনের পর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক যোশী নির্ঘন্ট চূড়ান্ত করবেন। এর পর আগামী সোমবার তা ঘোষণা করা হতে পারে। নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম) এই সম্মেলন শুরু হয়েছে বৃহস্পতিবার। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আসন্ন এসআইআরের জন্য তাদের প্রস্তুতি সেরে রাখতে। সেই সঙ্গে পূর্ববর্তী সংশোধিত ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকা মেলানো সংক্রান্ত আগে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তার অগ্রগতি পর্যালোচনা করতে বলা হয়েছে। 

নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, ‘বিহারে, এসআইআর প্রক্রিয়াটি ২৪ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চার মাস ধরে হয়েছিল। তবে, কমিশন এখন এই সময়সীমা কমানোর পরিকল্পনা করছে।’ প্রক্রিয়াটি সহজ করার জন্য, নির্বাচন কমিশন সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পূর্ববর্তী এবং বর্তমান ভোটার তালিকা যাচাই করার নির্দেশ দিয়েছে। যাতে প্রক্রিয়াটি শেষ হতে বেশি সময় না লাগে।

বিহার থেকে শিক্ষা নিয়ে, দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড এবং কেরালার মতো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ইতিমধ্যেই পুরনো এসআইআর এর নথি ব্যবহার করে ভোটারদের ম্যাপিং শুরু করা হয়েছে। গত সম্মেলনে বিহারের সিইও এর তরফে উপস্থাপন করা এই কার্যকর ম্যাপিং প্রক্রিয়াটি দেশের অন্যান্য রাজ্য এখন গ্রহণ করেছে। বহু রাজ্যের নির্বাচন কমিশন দফতর ইতিমধ্যে শেষ এসআইআর হওয়া ভোটার তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে। কমিশন সূত্রের দাবি, প্রথম পর্যায়ে, অসম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা এবং পশ্চিমবঙ্গ-সহ প্রায় ১০টি রাজ্যে এসআইআর করা হবে। কমিশন এই রাজ্যগুলির সিইওদের সঙ্গে পৃথক বৈঠক করেছে তাদের প্রস্তুতি পর্যালোচনা করার জন্য।

Leave a Comment