এই দিনকাল: টানা বৃষ্টি এবং ধসের ফলে বিপর্যস্ত পাহাড়। দার্জিলিং, কালিম্পং, মিরিক-সহ পার্বত্য এলাকায় দুর্ভোগে মানুষ ও বন্যপ্রাণী। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২০ জনের। অনেকে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। এই আবহে যে কোনও প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে রেড ভলান্টিয়ারদের হেল্পলাইন নম্বর প্রকাশ করল সিপিআইএম।
রবিবার নিজেদের সমাজ মাধ্যমে রেড ভলান্টিয়ারদের ফোন নম্বর প্রকাশ করেছে বাম দলটি। দার্জিলিং জেলায় যাঁরা সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত সিপিএমের তরফে তাঁদের নাম ও ফোন নম্বরের তালিকা প্রকাশ করা হয়েছে। এই জেলায় রেড ভলান্টিয়াররা হলেন, শচীন খাতি -9907070824, সাগর শর্মা -7908981149, নান্টু কুন্ডু-7001313766, অঙ্কিত দে- 9064551177, তন্ময় অধিকারী- 7679918840, বুলেট সিং- 9641487529, অভিজিৎ চন্দ -7001331214, গৌরব ঘোষ- 7584819639, বাবুসোনা সুত্রধর- 9832322763, সম্রাট সাহা -8918749146, লক্ষণ সাহানি- 9474026640, দীপঙ্কর সরকার -7811071313।
এ ছাড়া জলপাইগুড়ি জেলার বন্যা কবলিত এলাকায়
যে কোনও প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে
8918540563 এবং 9749612896 নম্বরে।আলিপুরদুয়ার জেলার বন্যা কবলিত এলাকায় রেড ভলান্টিয়ারদের ফোন নম্বর 9064234866, 9735221810। কোচবিহার জেলায় রেড ভলান্টিয়ারদের যোগাযোগ নম্বর 7001763075, 8759634005, 6294020076 এবং 7319589085।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টির ফলে উত্তরবঙ্গের বহু জায়গায় ধস নেমেছে। যার ফলে একাধিক রাস্তা বন্ধ। তিস্তা নদীর জল উঠে এসেছে জাতীয় সড়কের উপরেও। সোমবার (৬ অক্টোবর) বিধ্বস্ত পার্বত্য এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।