Puri Rathyatra Chariot Wheel: স্পিকার ওম বিড়লার সম্মতিতে সংসদে জায়গা পাচ্ছে পুরীর রথের চাকা

এই দিনকাল: দেশের সংসদে এ বার জায়গা পেতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের রথের চাকা (Puri Rathyatra Chariot Wheel)। বিশেষ ধর্মীয় এই উপাদান রাখার ক্ষেত্রে ইতিমধ্যে সম্মতি দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন লোকসভার স্পিকার। সেই সময় মন্দির কর্তৃপক্ষের তরফে তাঁকে এই প্রস্তাব দেওয়া হয়।

সংসদে রথের চাকা রাখার বিষয়টি নিয়ে শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেশন বা এসজিটিএ-র তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, শুক্রবার লোকসভার স্পিকার পুরীর মন্দির দর্শন করতে আসার পর মন্দির কর্তৃপক্ষের তরফে তাঁকে প্রস্তাব দেওয়া হয়, পুরীর রথযাত্রায় ব্যবহৃত রথের চাকা সংসদে রাখার জন্য। স্পিকার জানান, এই প্রস্তাবে তাঁর আপত্তি নেই৷ তবে কবে সংসদে রথের চাকা রাখা হবে, কী ভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা এখনও স্পষ্ট নয়৷

শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেশন এর মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই বিষয়ে লিখেছেন, ‘শুক্রবার লোকসভার স্পিকার- সহ অন্য বিশিষ্টরা জগন্নাথ মন্দির দর্শন করে মহাপ্রভুর আশীর্বাদ নিয়েছেন৷ স্পিকারকে অনুরোধ করা হয় যাতে রথের চাকা সংসদে রাখা সম্ভব হয় ৷ এই প্রস্তাবে তিনি রাজি হয়েছেন৷’ উল্লেখ্য, শুক্রবার স্পিকার ওম বিড়লার পাশাপাশি মন্দির দর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপি সাংসদ সম্বিত পাত্র।

Leave a Comment