এই দিনকাল: আগামী বছর এপ্রিল মাসের প্রথমার্ধেই হবে বাংলাদেশে সাধারণ নির্বাচন। শুক্রবার এমনটাই জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ কথা জানান তিনি।
মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপি-সহ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল ও ব্যক্তি নির্বাচনের দাবিতে সরব হয়েছিলেন। তারা দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের প্রাথমিক সময় জানিয়ে দিলেন সেদেশের সরকারের প্রধান। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মহম্মদ ইউনুস বলেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচনসংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।’
নির্বাচনের কবে হবে সেই আভাস দেওয়ার পাশাপাশি শুক্রবার পূর্ববর্তী হাসিনা সরকারকেও নিশানা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি বলেন, একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল ত্রুটিপূর্ণ নির্বাচনপ্রক্রিয়ায় বারবার ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে। এ ধরনের নির্বাচনের মাধ্যমে যে মানুষের আস্থা অর্জন করা যায় না তা এদিন মনে করিয়ে দেন তিনি।