iranian israeli conflict: তেল আবিবে মার্কিন দূতাবাসের কাছে হামলা তেহরানের, ইরান-ইজরায়েল সংঘাতে মৃত্যু বেড়ে ২৪৪

এই দিনকাল: ইরান ও ইজরায়েলের সংঘাত (iranian israeli conflict) ক্রমশ চরম আকার নিচ্ছে। দুই দেশের মধ্যে আঘাত ও পাল্টা প্রত্যাঘাতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪৪। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই সংঘাতে ইরানের ২২৪ এবং ইজরায়েলের ৮ জন নিহত হয়েছেন।

ইরানের উপর ইজরায়েলি হামলায় মার্কিন মদত রয়েছে বলে আগেই অভিযোগ করেছিল তেহরান। নিজেদের নাগালে থাকা মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালানো হবে বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এ বার ইজরায়েলের তেল আবিবে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালাল খানেইনির দেশ। ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। পোস্টে হাকাবি লিখেছেন, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত হেনেছে। এতে দূতাবাস ভবনে সামান্য ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হননি।

উল্লেখ্য, ১৩ জুন রাতে ইজরায়েলি বাহিনী বিনা উসকানিতে ইরানের ভিতরে হামলা চালায়। একাধিক পরমাণু ঘাঁটিতে হামলায় ইরানের নয় জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। নিহতরা হলেন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ ফেরেদুন আব্বাসি, আহমেদ রেজা জোলফাঘরি দোরিয়ানি, পদার্থবিদ্যার বিশেষজ্ঞ মহম্মদ মেহদি তেহরানচি, আমির হাসান ফাখাহি, মনসুর আসগারি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞ আকবর মোতালেবি জাদেহ, মেটেরিয়াল্স ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞ সইদ বর্জি, রিয়্যাক্টর ফিজিক্সের বিশেষজ্ঞ আব্দুল আলহামিদ মিনৌশেহর এবং মেকানিক্সের বিশেষজ্ঞ বখৌয়েই কাতিরিমি।

অন্য দিকে দেশে ঢুকে নাশকতার ছক কষায় ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেফতার করেছে ইরান পুলিশ। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। ইরানের ইসলামি প্রজাতন্ত্রের পুলিশ কমান্ডের মুখপাত্র সাইদ মনতাজের আল-মাহদি জানান, দুজনের কাছ থেকে ২০০ কেজির বেশি বিস্ফোরক, ড্রোন চালানোর ২৩টি সরঞ্জাম, লঞ্চার এবং আরও অনেক সামরিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। তেহরানের রে কাউন্টির ফাশাফুয়েহ এলাকা থেকে দুই মোসাদ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Comment