এই দিনকাল: আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India flight) বিমান ভেঙে পড়ে মৃত্যু হল বিমানে থাকা ২৪২ জনেরই! এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। বিমানটি আহমেদাবাদের মেঘানী নগরের সিভিল হাসপাতালের স্টাফ কোয়ার্টার অতুল্যম ফ্ল্যাটে ভেঙে পড়ে। সেখান থেকে আরও ৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমান দুর্ঘটনার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭।
বিমানে থাকা যে ২৪২ জনের মধ্যে মৃত্যু হয়েছে ২৪১ জনের। একজন যাত্রী কেবল বেঁচে গিয়েছেন। বিমানে যে ২৪২ জন ছিলেন তাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক। যাত্রীদের মধ্যে ১০৪ জন পুরুষ এবং ১১২ জন মহিলা ছিলেন। এ ছাড়া দুই নবজাতক-সহ ১৪ জন শিশু ছিল। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও অভিশপ্ত ওই বিমানে ছিলেন।
আহমেদাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটে থাকা ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহমেদাবাদের মেঘানী নগরের সিভিল হাসপাতালের স্টাফ কোয়ার্টার অতুল্যম ফ্ল্যাট থেকে আরও ৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে যে ২৪২ জন ছিলেন তার মধ্যে ২৩০ জন ছিলেন যাত্রী এবং ১২ জন ক্রু। এটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, যাঁর ৮,২০০ ঘন্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার, যার ১,১০০ ঘন্টা ফ্লাইং আওয়ার ছিল।
ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ জানিয়েছে, বিমানটি ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১:৩৯ মিনিটে যাত্রা শুরু করে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে ‘মেডে’ কল করে। বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় ওঠার পর সেটি ভেঙে পড়ে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বলেছেন যে তিনি এই দুর্ঘটনায় ‘মর্মাহত’। গোটা পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন বলে জানা গিয়েছে।